Advertisement

ইউটিলিটি

Liquor Price Drop: বিয়ার-হুইস্কি-রাম... কোন মদের দাম কত টাকা কমল? জানুন এক ক্লিকে

Aajtak Bangla
  • 17 Nov 2021,
  • Updated 3:19 PM IST
  • 1/9

উৎসবের মরশুম শেষ হতেই পূর্ব ঘোষণা অনুযায়ী সুখবর পেলেন সুরাপ্রেমীরা! গতকাল, মঙ্গলবার রাত থেকেই এক ধাক্কায় অনেকটা কমে গেল মদের দাম।

  • 2/9

মূলত ভারতে তৈরি হওয়া বিলিতি মদের দাম (Indian Made Foreign Liquor) এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে রাজ্য আবগারি দফতর। হুইস্কি, রম, ভদকা বা বিয়ার— সবেরই দাম বেশ কিছুটা কমেছে।

  • 3/9

দাম কমার পর কোনটার কত দাম, তারও একটি তালিকা প্রকাশ করেছে রাজ্য আবগারি দফতর। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজ্য আবগারি দফতরের পোর্টালে।

  • 4/9

ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (BEVCO)-এর পোর্টাল থেকে সরাসরি ক্রেতা ও বিক্রেতারা মদের নতুন দামের তালিকা দেখা নিতে পারবেন। BEVCO-র পোর্টালের হোম পেজে গিয়ে (https://excise.wb.gov.in/WBSBCL/Bevco/NIC/common/Price_List.aspx?type=28) সেটির Price list ট্যাবে গিয়েই দামের তালিকা দেখা যাবে।

  • 5/9

রাজ্য আবগারি দফতর জানিয়েছে, আগামী ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত এই পরিবর্তিত দাম কার্যকর থাকবে। চলুন এ বার জেনে নেওয়া যাক কোন মদের দাম কত টাকা কমল...

  • 6/9

রাজ্য আবগারি দফতরের দেওয়া নতুন তালিকা অনুযায়ী, বিয়ারের দাম (৬৫০ মিলিলিটার) ৫-১৫ টাকা পর্যন্ত কমেছে। ১১০ টাকার বোতল এখন ১০৫ টাকায় কেনা যাবে, ১৪০ টাকার বিয়ার মিলবে ১৩০ টাকায়।

  • 7/9

নতুন তালিকা অনুযায়ী, রমের দাম (৭৫০ মিলিলিটার) ৬০-১০০ টাকা করে কমে গিয়েছে। গতকাল পর্যন্ত যা ৬১০-৬৮০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তা এখন ৫৪০ টাকা থেকে ৬৩০ টাকার মধ্যে কেনা যাবে।

  • 8/9

রাজ্য আবগারি দফতরের দেওয়া নতুন তালিকা অনুযায়ী, হুইস্কিও অনেকটা সস্তা হয়েছে। হুইস্কির দামও প্রায় ১০০-২০০ টাকা কমে গিয়েছে। গতকাল পর্যন্ত যে হুইস্কি (৭৫০ মিলিলিটার) ৭৫০-৯১০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তা এখন ৫৯০ টাকা থেকে ৭৩০ টাকার মধ্যে কেনা যাবে।

  • 9/9

ভদকার দামও বেশ কিছুটা কমেছে আবগারি দফতরের দেওয়া নতুন তালিকায়। নতুন তালিকা অনুযায়ী, ভদকার (৭৫০ মিলিলিটার) দাম প্রায় ৯০-৩০০ টাকা কমে গিয়েছে। একই ভাবে ওয়াইনও প্রায় ৫০-২৫০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।

Advertisement
Advertisement