Advertisement

ইউটিলিটি

Local Train Cancelled On Dol Jatra 2023 : দোলের দিন হাওড়া-শিয়ালদায় বাতিল বহু লোকাল ট্রেন, রইল তালিকা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2023,
  • Updated 4:58 PM IST
  • 1/6

ট্রেন বিভ্রাটে নাকাল হওয়া এখন নিত্যযাত্রীদের প্রায় রোজনামচা হয়ে গিয়েছে। সপ্তাহান্তে তো বটেই, কখনও কখনও কাজের দিনেও রেলের কাজের জন্য বাতিল থাকছে বেশ কিছু ট্রেন। এবার বাদ গেল না রঙের উৎসবও। দোলের দিন হাওড়া (Local Train Cancelled On Howrah) এবং শিয়ালদা শাখায় বাতিল (Local Train Cancelled On Sealdah) থাকছে প্রচুর লোকাল ট্রেন (Local Train Cancelled On Dol 2023)। 

  • 2/6

হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলবে রবিবারের টাইম-টেবিল অনুযায়ী। আর শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে মোট ২৩৩টি লোকাল ট্রেন। ফলে ফের একবার বড়সড় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে যাত্রীদের। 

  • 3/6

এখানেই শেষ নয়, ডানকুনি শাখাতেও ১৬টি ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন। হাসনাবাদ লাইনে দোলের দিন বাতিল থাকছে ১৭টি ট্রেন। সব মিলিয়ে প্রচুর লোকাল ট্রেন বাতিল থাকছে মঙ্গলবার।

  • 4/6

শিয়ালদহ মেইন শাখায় আপ-ডাউন মিলিয়ে ১০৫টি ট্রেন বাতিল থাকছে। শিয়ালদহ বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি লোকাল ট্রেন। তবে যে ট্রেনগুলি বাতিল থাকছে, তার বেশিরভাগই সকালের দিকের।  

 

আরও পড়ুন - কিডনি আজীবন সুস্থ রাখতে কী কী খাবেন না? রইল তালিকা

  • 5/6

অন্যদিকে কৃষ্ণনগর-লালগোলা সেকশনে রেলের কাজের রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ওই লাইনে। সেই তালিকায় রয়েছে ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা, ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা, ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা, ৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন। 

  • 6/6

ডাউন লাইনে বাতিল ০৩১৯৪ লালগোলা-কলকাতা, ৩১৭৭২ লালগোলা-রানাঘাট, ৩১৮৬৪ লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, ০৩১৯২ লালগোলা-শিয়ালদহ ও ৩১৮৪০ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদহ লোকল। এছাড়াও সোমবার ৬ তারিখ আপ ০৩১৭১ শিয়ালদহ-লালগোলাও প্যাসেঞ্জার। 
 

Advertisement
Advertisement