Advertisement

ইউটিলিটি

অনলাইন ক্লাসে পাশে মমতা! ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার

সুদীপ দে
  • 23 Dec 2020,
  • Updated 12:02 PM IST
  • 1/5

করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। কিন্তু সকল ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার না থাকায় অনলাইন ক্লাসে থাকতে পারছেন না অনেকেই।

  • 2/5

এই অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • 3/5

পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই রাজ্য সরকারের দেওয়া এই ১০,০০০ টাকা পাবে।

  • 4/5

টেন্ডার ডেকেও মিলছে না ৯ লক্ষ ৫০ হাজার ট্যাব। তাই ট্যাব হোক বা স্মার্টফোন— অনলাইন ক্লাসের জন্য যে ডিভাইস পছন্দ, তা নিজেরাই কিনে নিতে পারবে এ রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

  • 5/5

মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিন সপ্তাহের মধ্যেই এই টাকা সরাসরি রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

Advertisement
Advertisement