দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!
অক্সিজেনের আকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের কালোবাজারি! সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে পারে অক্সিজেন, সেই অক্সিজেনেরই দাম এখন আকাশ ছোঁয়া!
বাংলাতেও ক্রমশ বাড়ছে অক্সিজেনের চাহিদা। বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। ভবিষ্যতে আরও ভয়বহ হতে চলেছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাড়িতেই যদি অক্সিজেন তৈরি করে নেওয়া যায়, তাহলে তো আর কোনও সমস্যাই থাকে না!
শুনতে অদ্ভুৎ লাগলেও বাড়িতে কী ভাবে অক্সিজেন তৈরি করে নেওয়া যায়, সেটাই এখন জানতে চান হাজার হাজার ভারতীয়! তাই Google-এ এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
অধিকাংশেরই এখন একটাই প্রশ্ন, ‘How to make oxygen at home?’ গত শুক্রবার সকাল থেকেই Google Search-এ ট্রেন্ডিং হয়ে গিয়েছে এই প্রশ্ন।
হাজার হাজার মানুষের প্রশ্নের চাপে ‘How to make oxygen at home?’-এর Search value বাড়তে শুরু করে। বলে রাখা ভাল, কোন বিষয়ে কত বেশি মানুষ Search করছেন, কোন বিষয়ে অধিক সংখ্যক মানুষের কৌতুহল, তার ভিত্তিতেই নির্ধারিত হয় এই Search value।
দেখা গিয়েছে, এক সপ্তাহ আগে ‘How to make oxygen at home?’ প্রশ্নের Search value ছিল ১০-১৫-র মধ্য গত শুক্রবার যা বাড়তে বাড়তে ৩৬ ছাড়িয়ে যায়!
কী ভাবে বাড়িতেই অক্সিজেন তৈরি করে নেওয়া যায়, এ বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন গুজরাতের বাসিন্দারা। ওই রাজ্যে এই প্রশ্নের Search value ৭০ ছাড়িয়ে গিয়েছে! গুজরাতের পর এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের নাম।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের অধিকাংশ মানুষ Google-এর কাছে জানতে চেয়েছেন, বাড়িতেই কী ভাবে অক্সিজেন তৈরি করে নেওয়া যায়। এই তিন রাজ্যে এই প্রশ্নের Search value যথাক্রমে ৫৫, ৪৯ এবং ৪৬ ছাড়িয়েছে, যা নেহাত কম নয়!