গত ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আয়কর বিভাগের পোর্টাল (ITR portal) বন্ধ ছিল। গতকাল, ৭ জুন থেকে নতুন E-Filing Portal লঞ্চ করেছে। এই বিষয়ে আয়করদাতাদের আগেই জানিয়েছে আয়কর দফতর।
কিন্তু ছয় দিন বন্ধ থেকে যে নতুন E-Filing Portal লঞ্চ করেছে আয়কর দফতর, সেটিতে লগইন করার পর থেকে নানা সমস্যায় জর্জরিত আয়করদাতারা।
সোমবার নতুন আয়কর দফতরের নতুন ই-ফাইলিং ওয়েবসাইট চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত নানা সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন আয়করদাতারা।
আয়কর দফতরের নতুন ই-ফাইলিং ওয়েবসাইট চালু হওয়ার দ্বিতীয় দিনে অবশেষে পোর্টালের সমস্যা নিয়ে টুইট করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নিজের টুইটে নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys ও তার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নীলেকানিকে ট্যাগ করে এই টুইট করেন ক্ষুব্ধ কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নিজের ওই টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লেখেন, ‘সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে বহু প্রতীক্ষিত ই-ফাইলিং পোর্টাল ২.০-এর যাত্রা শুরু হয়েছে। আমি আমার টাইম লাইনে একাধিক অভিযোগ এবং ভুলভ্রান্তির তথ্য দেখতে পাচ্ছি।’
এই টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন ই-ফাইলিং পোর্টাল নির্মাণকারী সংস্থা Infosys ও তার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নীলেকানিকে ট্যাগ করে লেখেন, ‘আশা করি, পরিষেবার গুণগত মান নিয়ে করদাতাদের হতাশ করবেন না।’