আগামী ১ জুলাই থেকেই ATM লেনদেন পিছু টাকা কাটবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নয়া ঘোষণা অনুযায়ী, জুলাই মাসের ১ তারিখ থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ওই ঘোষণায় জানানো হয়েছে, ১ জুলাই থেকে নির্ধারিত ৪টি ফ্রি লেনদের পরেই যে কোনও ATM লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ টাকা কাটবে ব্যাঙ্ক।
স্টেট ব্যাঙ্কের (SBI) যে Basic Savings Deposit Account বা BBSD রয়েছে, তার গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত ৪টি ফ্রি ATM লেনদের পরে সার্ভিস চার্জ বাবদ ওই টাকা কাটা হবে।
স্টেট ব্যাঙ্কে (SBI) Basic Savings Deposit Account বা BBSD রয়েছে, এমন গ্রাহকেরা মাসে মোট চারটি ফ্রি ATM লেনদেনের সুযোগ পাবেন। এই চারটি ফ্রি ATM লেনদেনের পরেই যে কোনও ATM লেনদেনের ক্ষেত্রেই চার্জ কাটবে ব্যাঙ্ক।
নির্ধারিত ৪টি ফ্রি ATM লেনদের পরে কত টাকা চার্জ কাটা হবে জানেন? স্টেট ব্যাঙ্কের (SBI) তরফে জানানো হয়েছে, নির্ধারিত ৪টি ফ্রি ATM লেনদের পরে প্রত্যেকটি লেনদেন পিছু মাসিক ১৫ টাকা (সঙ্গে অতিরিক্ত GST) করে কাটা হবে।
স্টেট ব্যাঙ্কের (SBI) তরফে জানানো হয়েছে, নতুন এই নিয়ম ব্যাঙ্কের প্রবীণ নাগরিকদের (গ্রাহক) ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। আর্থিক লেনদেন নয় এমন ক্ষেত্রে কোনও রকম টাকা কাটবে না SBI।
শুধুমাত্র ATM লেনদেনের ক্ষেত্রেই নয়, স্টেট ব্যাঙ্কে (SBI) Basic Savings Deposit Account বা BBSD রয়েছে, এমন গ্রাহকরা বর্তমানে বিনামূল্যে ১০ পাতার চেকবই পেয়ে থাকেন। এই চেকবই ফুরিয়ে গেলে নতুন ১০ পাতার চেকবই কিনতে হবে গ্রাহককে।
এই চেকবই ফুরিয়ে গেলে নতুন ১০ পাতার চেকবই Basic Savings Deposit Account বা BBSD গ্রাহকদের ২৫ টাকা (সঙ্গে অতিরিক্ত GST) দিয়ে কিনতে হবে। এমনই ২৫ পাতার চেকবইয়ের জন্য গ্রাহকদের ৫০ টাকা (সঙ্গে অতিরিক্ত GST) দিয়ে নিতে হবে। এই টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই কেটে যাবে।