Advertisement

ইউটিলিটি

NTA JEE Main 2021: পরিবর্তন করা হল পরীক্ষার নিয়ম ও প্রশ্নপত্রে

সুদীপ দে
  • 26 Dec 2020,
  • Updated 6:51 PM IST
  • 1/6

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ২০২১ সালে ৪টি সেশনে JEE Main 2021 পরীক্ষা পরিচালনা করবে। এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন ও সন্দেহ ছিল। NTA পরীক্ষার্থীদের সম্ভাব্য নানা প্রশ্নের উত্তর নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

  • 2/6

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র মতে, অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য খুঁটিয়ে দেখলে পরীক্ষার্থীরা JEE Main 2021 পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 

  • 3/6

বছরে এখন তিন-চার বার ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হল। সমস্ত টেম্পলেটগুলির জন্য পৃথক ফি জমা দিতে হবে এবং এর মধ্যে প্রাপ্ত সেরা নম্বরকেই চূড়ান্ত স্কোর হিসাবে বিবেচনা করা হবে।

  • 4/6

পরীক্ষার্থীরা সবকটি সেশনে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য তাঁদের প্রত্যেকবার রেজিস্ট্রেশন ফি দিতে হতে পারে। ১৬ জানুয়ারি, ২০২১-এর মধ্যে সেরে ফেলতে হবে রেজিস্ট্রেশন।

  • 5/6

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে যে, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার সিলেবাসে কোনও পরিবর্তন করা হয়নি। তবে বিভিন্ন বোর্ডের সিলেবাস কমে যাওয়ার কারণে পরীক্ষার প্যাটার্নে সামান্য পরিবর্তন করা হয়েছে।

  • 6/6

শিক্ষার্থীদের এখন থেকে ৯০টি প্রশ্নের মধ্যে শুধুমাত্র ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি ১৫টি প্রশ্ন ঐচ্ছিক প্রশ্ন হিসাবেই বিবেচিত হবে, যার কোনও ‘নেগেটিভ মার্কিং’ থাকবে না। B.Arch-এর জন্য অঙ্কন পরীক্ষা ছাড়া অন্যান্য সমস্ত বিষয় কেবলমাত্র অনলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement
Advertisement