Advertisement

ইউটিলিটি

O2 for India Drive: গ্রাহকদের প্রয়োজনে তাঁর বাড়িতে বিনামূল্যে Oxygen Concentrator পৌঁছে দেবে Ola!

Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 10 May 2021,
  • Updated 7:57 PM IST
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

  • 2/9

অক্সিজেনের আকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লিতে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের কালোবাজারি! বাজারে হু হু করে বাড়ছে Oxygen Concentrator-এর চাহিদাও।

  • 3/9

এই পরিস্থিতিতে সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলো অ্যাপ ক্যাব সংস্থা Ola। সংস্থা একেবারে বিনামূল্যে গ্রাহকের প্রয়োজনে তাঁর বাড়িতে Oxygen Concentrator সরবরাহ করবে। প্রয়োজন ফুরালে ফিরিয়ে নেবে যন্ত্রটি। এই গোটা পরিষেবার জন্য একটি পয়সাও নেবে না Ola!

  • 4/9

এই পরিষেবা দেওয়ার জন্য Give India নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপ ক্যাব সংস্থা Ola। সংস্থা জানিয়েছে, Ola-র অ্যাপ থেকেই Oxygen Concentrator-এর প্রয়োজনে আবেদন জানাতে পারবেন গ্রাহক।

  • 5/9

সংস্থা জানিয়েছে, Oxygen Concentrator কিংবা আপনার ঠিকানায় ওই যন্ত্র পৌঁছে দেওয়ার জন্য কোনও টাকা নেবে না Ola। Oxygen Concentrator-এর প্রয়োজন ফুরালে আবার সেটি আপনার বাড়ি থেকে ফেরত নিয়ে যাবে সংস্থা।

  • 6/9

অ্যাপের মাধ্যমে Oxygen Concentrator-এর জন্য আবেদন জানানোর পর গ্রাহকের থেকে আরও কয়েকটি বিষয়ে তথ্য চাইবে Ola। গ্রাহকের থেকে পাওয়া তথ্য যাচাই করার পরই Oxygen Concentrator নিখরচায় পৌঁছে দেওয়া হবে গ্রাহকের ঠিকানায়।

  • 7/9

সংস্থা জানিয়েছে, আপাতত ৫০০টি Oxygen Concentrator নিয়ে বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু করছে Ola। ভবিষ্যতে দেশের অন্যান্য শহরগুলিতেও সাধ্য মতো এই পরিষেবা চালু করার ইচ্ছা রয়েছে সংস্থার।

  • 8/9

অ্যাপ ক্যাব সংস্থা Ola-র সহ-কর্ণধার ভাবিশ অগরওয়াল টুইট করে জানান, সংস্থা O2forIndia নামের একটি উদ্যোগ নিয়েছে যাতে সামিল হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা Give India।

  • 9/9

Ola-র সহ-কর্ণধার জানান, এই O2forIndia উদ্যোগের অঙ্গ হিসাবে গ্রাহকের ঠিকানায় তাঁর প্রয়োজনে বিনামূল্যে Oxygen Concentrator পৌঁছে দেওয়া হবে।

Advertisement
Advertisement