Advertisement

ইউটিলিটি

নোটবন্দির পঞ্চম বর্ষে অর্থ উপার্জনের সুযোগ, খুলছে দেশের সবচেয়ে বড় Paytm IPO!

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2021,
  • Updated 8:45 PM IST
  • 1/6

২০১৬ সালের ৮ নভেম্বর দেশে নোটবন্দি করেছিল কেন্দ্রীয় সরকার। বাতিল করা হয়েছিল তৎকালীন সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট। আর সেই ঘটনার সঙ্গে সঙ্গেই দেশে ডিজিটাল পেমেন্টরও একটি নয়া অধ্যায় শুরু হয়ে যায়। তবে এবার নোটবন্দির পঞ্চম বর্ষপূর্তিতে আপনি পাচ্ছেন ভাল বিনিয়োগ ও অর্থ উপার্জনের সুযোগ। আর এই সুযোগ আপনাকে দিচ্ছে Paytm। কারণ ওইদিনই IPO খুলছে এই সংস্থা। 
 

  • 2/6

Paytm-কে যে সংস্থা চালায়, অর্থাৎ ফিনটেক স্টার্টআপ কোম্পানি ne97 Communications Ltd-র আইপিও আগামী ৮ নভেম্বর চালু হবে। মিন্টের খবর অনযায়ী, এটি ১০ নভেম্বর বন্ধ হয়ে যাবে, এবং ১৮ নভেম্বর নিজেদের শেয়ার স্টক মার্কেটে লিস্ট করানোর পরিকল্পনা করেছে সংস্থা। 

  • 3/6

Paytm-কে ১৬,৬০০ কোটি টাকার আইপিও লোন মঞ্জুর করে সেবি। তবে বর্তমানে সংস্থার এই আইপিও আগের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে আইপিও-র অফার ফর সেলের (OFS) পরিমান হবে ১০ হাজার কোটি এবং এর সম্পূর্ণ পরিমান হবে ১৮,৩০০ কোটি টাকা। 

  • 4/6

জানা যাচ্ছে, Paytm IPO-র OFS-এ সংস্থার ফাউন্ডার বিজয় শেখর শর্মা নিজের ৪০২.৬৫ কোটি টাকার অংশীদারিত্ব বিক্রি করবেন। এছাড়াও Antfin (Netherlands) Holdings, Alibaba, Elevation CapitalV FII Holdings,  Elevation Capital V Ltd সহ বেশকিছু সংস্থা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করবে।
 

  • 5/6

এটিই হতে চলেছে দেশের সবচেয়ে বড় আইপিও। এর আগে Coal India ১৫ হাজার কোটি টাকা ও Reliance Power ১১ হাজার কোটির টাকারও বেশি আইপিও বাজারে নিয়ে এসেছিল। 
 

  • 6/6

প্রথম আসা ২টি আইপিও ছিল এনার্জি সেক্টরের। তবে Paytm-র IPO সম্পূর্ণভাবে টেকনোলজি সেক্টরের। 
 

Advertisement
Advertisement