বিগত মাস খানেক ধরে বিশ্ব বাজারে ক্রমাগত নিম্নমুখী থেকেছে অপরিশোধিত তেলের দাম। বিগত দু’সপ্তাহ ধরে অপরিবর্তিতই ছিল পেট্রোল এবং ডিজেলের দাম। টানা ১৫ দিন অপরিবর্তিত থাকার পর গতকাল কিছুটা সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল!
জ্বালানির দাম যে কমবে সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর আশ্বাসের পর ১৫ দিনের ব্যবধানে দু’বার দাম কমেছে পেট্রোল এবং ডিজেলের। এই নিয়ে এ বছরে চতুর্থবার কমলো পেট্রোল, ডিজেলের দাম।
গতকাল দেশের রাজধানী শহরে পেট্রোল প্রতি লিটারে ১৬ পয়সা সস্তা হয়েছে আর ডিজেলের দাম কমেছে লিটারে ১৪ পয়সা। তবে আজ দেশজুড়ে অপরিবর্তিত রয়েছে তেলের দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৪০ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮০ টাকা ৭৩ পয়সা।
মুম্বইয়ে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৬ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৮৭ টাকা ৮১ পয়সা।
শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৬২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৬১ পয়সা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৪৩ পয়সা আর ডিজেলের দাম ৮৫ টাকা ৭৫ পয়সা।
এই চার মহানগর ছাড়াও শুক্রবার জয়পুরে মঙ্গলবার পেট্রোল প্রতি লিটারে ৯৬ টাকা ৭৭ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ২০ পয়সা।
আজ হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা ৯৯ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ০৫ পয়সা প্রতি লিটার।
বেঙ্গালুরুতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৪৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ৬০ পয়সা।