Advertisement

ইউটিলিটি

Aadhar Card বানাবেন? এই জিনিসগুলো থাকতেই হবে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Apr 2023,
  • Updated 9:05 PM IST
  • 1/5

আধার কার্ড (Aadhar Card) ভারতের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। মানুষ আধার কার্ডের সাহায্যে নিজেদের পরিচয় যাচাই করতে পারে। আধার কার্ড হল ভারতের প্রত্যেক বাসিন্দাকে জারি করা একটি অনন্য পরিচয় নম্বর। আধার কার্ড প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ।

  • 2/5

বর্তমানে ভারতে প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি প্রকল্পের জন্য আধার কার্ড নেওয়া হয়। অন্যদিকে, যদি আপনার আধার এখনও তৈরি না হয়ে থাকে, তাহলে সেটি তৈরি করার জন্য কয়েকটি বিষয় অবশ্যই দরকার। নয়তো করা যাবে না আধার কার্ড।

  • 3/5

আধার কার্ড
আধার হল ১২ সংখ্যার একটি কার্ড। আধারের জন্য সংবিধিবদ্ধ সংস্থা হল ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI)। এই  UIDAI ২০১৬ সালে ভারতের জনগণকে চমৎকার, দক্ষ এবং স্বচ্ছ প্রশাসন প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
 

  • 4/5

আধার কার্ডের জন্য যোগ্যতা
বর্তমানে ভারতে, পরিচয় পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়। আধার কার্ড তৈরি করতে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে। পাশাপাশি আধার কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকাও প্রয়োজন। বিষয়টি জেনে নেওয়া যাক।
 

  • 5/5

১. ভারতের যে কোনও বাসিন্দা (নবজাতক/নাবালক) আধার কার্ডের জন্য যোগ্য। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চাইল্ড বেস তৈরি করা হয়। 

২. ১২ মাসেরও বেশি সময় ধরে ভারতে বসবাসকারী NRI এবং বিদেশীরা আধারের জন্য যোগ্য। ১৮০ দিন অপেক্ষা না করে ভারতে আসার পর ভারতীয় পাসপোর্টধারী NRI-দের আধার কার্ড ইস্যু করার প্রস্তাব করা হয়েছে। 

আরও পড়ুন - একযুগ পর মেষে মহাপ্রবেশ দেবগুরুর, স্বপ্ন সফলের যোগ ৫ রাশির

Advertisement
Advertisement