Advertisement

ইউটিলিটি

ATM Interchange Fee: এবার ATM transaction-এর চার্জও বাড়তে চলেছে! জানুন কী বলছে RBI

Aajtak Bangla
  • 11 Jun 2021,
  • Updated 9:44 PM IST
  • 1/7

ইতিমধ্যেই ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। গত ১ জুন থেকেই ATM থেকে টাকা তোলা ও টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুণতে হচ্ছে।

  • 2/7

কোনও গ্রাহক মাসে চার বার ATM থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন। কিন্তু ৪ বারের পর প্রতিবার ATM থেকে টাকা তুলতে গ্রাহককে ১৫ টাকা (সঙ্গে অতিরিক্ত GST) দিতে হবে, এমনটাই ঘোষণা করা হয়েছিল মে মাসে।

  • 3/7

তবে এ বার নির্দিষ্ট সীমা (৪ বারের সীমা) পেরিয়ে যাওয়ার পর ATM থেকে টাকা তুলতে গ্রাহককে ১৫ টাকার (সঙ্গে অতিরিক্ত GST) পরিবর্তে ১৭ টাকা করে দিতে হবে ১ আগস্ট থেকে। 

  • 4/7

এই চার্জ শুধুমাত্র SBI নয়, দেশের সমস্ত ব্যাঙ্কের ATM লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দীর্ঘ ৯ বছর পর রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে। 

  • 5/7

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের সমস্ত ব্যাঙ্ককেই ATM লেনদেনের জন্য এই চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে। এই নিয়ম ১ আগস্ট থেকে কার্যকর হতে চলেছে।

  • 6/7

দেশজুড়ে নতুন ATM তৈরির ক্রমবর্ধমান খরচ এবং ব্যাঙ্কগুলির মাধ্যমে ATM-এর রক্ষণাবেক্ষণ ব্যয়কে সামনে রেখে ইন্টারচেঞ্জ ফি কাঠামো বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

  • 7/7

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নতুন নির্দেশ অনুযায়ী, ATM লেনদেনের নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর আর্থিক লেনদেন প্রতি ১৭ টাকা করে দিতে হবে। পাশাপাশি ব্যালান্স চেক করা, মিনি স্টেটমেন্ট, চেকবইয়ের অনুরোধ ইত্যাদির জন্য ৬ টাকা করে চার্জ ধার্য করা হয়েছে।

Advertisement
Advertisement