মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ! ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়ার আবেদনকারীরা এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) গ্র্যাজুয়েট ও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) মোট শূন্যপদের সংখ্যা ৫৩টি, এর মধ্যে ২৯টি আসনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ১৪টি আসনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর টেকনিক্যালে (ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেসান/ কম্পিউটার) ১০ জনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও সরকার স্বিকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে বি.ই অথবা বিটেক পাশ করা প্রার্থীরা উল্লেখিত শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের পদ্ধতি: আবেদনকারীরা তাঁদের বি.ই অথবা বিটেক-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অগ্রাধিকার পাবেন। যদি দু’জন আবেদনকারীর প্রাপ্ত নম্বর এক হয়ে যায়, সেক্ষেত্রে যিনি বয়সে বড়, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের প্রথমে এই লিঙ্কের (www.mhrdnats.gov.in) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পর পোস্টালের মাধ্যমেও নথি-পত্র পাঠাতে হবে।
অনলাইনে আবেদনের পর শিক্ষাগত যোগ্যতার সংশাপত্র, জন্মের সংশাপত্র, আধার কার্ড, আধার লিংক করা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, দু’কপি পাসপোর্ট সাইজের ছবি-সহ যাবতীয় নথি-পত্রের হার্ডকপি পাঠাতে হবে ইছাপুরের অস্ত্র কারখানার ঠিকানায়।
মনে রাখবেন, সামান্য ভুলে বাতিল হতে পারে আবেদনপত্র। তাই আবেদন করার আগে আবেদনের পদ্ধতি, বয়ান সবিস্তারে জেনে নিতো এই http://bopter.gov.inf লিঙ্কে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) উল্লেখিত শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করার শেষ দিন ৩০ এপ্রিল। অনলাইনে আবেদন করার একমাসের মধ্যে যাবতীয় নথি-পত্রের হার্ডকপি পাঠাতে হবে ইছাপুরের অস্ত্র কারখানার ঠিকানায়।