Advertisement

ইউটিলিটি

Rifle Factory, Ishapore Job opening 2021: মোটা বেতনে প্রচুর কর্মী নিয়োগ করছে ইছাপুর Rifle Factory; জানুন খুঁটিনাটি

সুদীপ দে
  • কলকাতা,
  • 06 Apr 2021,
  • Updated 2:11 PM IST
  • 1/9

মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ! ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়ার আবেদনকারীরা এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

  • 2/9

ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) গ্র্যাজুয়েট ও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 3/9

ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) মোট শূন্যপদের সংখ্যা ৫৩টি, এর মধ্যে ২৯টি আসনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ১৪টি আসনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর টেকনিক্যালে (ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেসান/ কম্পিউটার) ১০ জনকে নেওয়া হবে।

  • 4/9

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও সরকার স্বিকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে বি.ই অথবা বিটেক পাশ করা প্রার্থীরা উল্লেখিত শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

  • 5/9

নিয়োগের পদ্ধতি: আবেদনকারীরা তাঁদের বি.ই অথবা বিটেক-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অগ্রাধিকার পাবেন। যদি দু’জন আবেদনকারীর প্রাপ্ত নম্বর এক হয়ে যায়, সেক্ষেত্রে যিনি বয়সে বড়, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • 6/9

আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের প্রথমে এই লিঙ্কের (www.mhrdnats.gov.in) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পর পোস্টালের মাধ্যমেও নথি-পত্র পাঠাতে হবে।

  • 7/9

অনলাইনে আবেদনের পর শিক্ষাগত যোগ্যতার সংশাপত্র, জন্মের সংশাপত্র, আধার কার্ড, আধার লিংক করা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, দু’কপি পাসপোর্ট সাইজের ছবি-সহ যাবতীয় নথি-পত্রের হার্ডকপি পাঠাতে হবে ইছাপুরের অস্ত্র কারখানার ঠিকানায়।

  • 8/9

মনে রাখবেন, সামান্য ভুলে বাতিল হতে পারে আবেদনপত্র। তাই আবেদন করার আগে আবেদনের পদ্ধতি, বয়ান সবিস্তারে জেনে নিতো এই http://bopter.gov.inf লিঙ্কে ক্লিক করুন।

  • 9/9

আবেদনের সময়সীমা: ইছাপুর অস্ত্র কারখানায় (Rifle Factory Ishapore) উল্লেখিত শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করার শেষ দিন ৩০ এপ্রিল। অনলাইনে আবেদন করার একমাসের মধ্যে যাবতীয় নথি-পত্রের হার্ডকপি পাঠাতে হবে ইছাপুরের অস্ত্র কারখানার ঠিকানায়।

Advertisement
Advertisement