Advertisement

ইউটিলিটি

Royal Enfield Bullet 650: সেই চেনা বুলেটেই এবার ৬৫০ সিসির সুপার ইঞ্জিন, রয়াল এনফিল্ডের ধামাকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • Updated 7:07 PM IST
  • 1/10

দুম, দুম, দুম, দুম... একটা আলাদাই রোড প্রেজেন্স। ভারতে রয়্যাল এনফিল্ড একটা আবেগের নাম। রেট্রো লুকের একটা মোটরসাইকেল ২০২৫ এ এসেও যেভাবে বাজার(ও হৃদয়) কাঁপাচ্ছে, তা ভাবাই যায় না। সংস্থার সবচেয়ে পুরনো মোটরসাইকেল বুলেট। তার মর্যাদা আজও অটুট। ১৯৩২ সালে জন্মানো এই বাইকই বিশ্বের সবচেয়ে পুরনো প্রোডাকশন মোটরসাইকেল(যা আজও বিক্রি হচ্ছে)। আর এবার, প্রায় ৯৩ বছর পর, সেই কিংবদন্তি বাইকই নতুন রূপে হাজির, Bullet 650 র নতুন অবতারে। (Photo: ITG)

  • 2/10

ইতালির মিলান শহর। বিখ্যাত EICMA 2025 Auto Show চলছে। সেখানেই রয়্যাল এনফিল্ডের এই নতুন মডেল রিলিজ করল সংস্থা। Bullet 650 র লক্ষ্য একটাই। সংস্থার ৯০ বছরের ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সঙ্গে এক সুতোয় বেঁধে ফেলা। ক্লাসিক ও আধুনিক স্টাইলের এমন মিশেল অটোমোবাইল জগতে খুব কমই আছে। (Photo: ITG)

  • 3/10

১৯৩২ সাল থেকে আজ পর্যন্ত বুলেটের এই জনপ্রিয়তার কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, রয়্যাল এনফিল্ডের USP ই হচ্ছে তার সারল্য, শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি ও কনসিসটেন্ট পারফরম্যান্স। আর সেই কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে, বিশ্বজুড়ে বাইকপ্রেমীদের মন জয় করেছে বুলেট। তাই বুলেট শুধুই এক বাইক নয়, এটি অনেকের কাছে স্বপ্নের অপর নাম। (Photo: ITG)

  • 4/10

ক্লাসিক লুক বজায় রেখেই নতুন Bullet 650 কে আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে। হ্যান্ড-পেইন্টেড পিনস্ট্রাইপ, 3D উইংড ব্যাজ এবং ‘টাইগার আই’ পাইলট ল্যাম্প আছে। টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক ও উঁচু রাইডিং স্ট্যান্স। রাস্তা দিয়ে গেলে সবাই একবার তাকিয়ে দেখতে বাধ্য। (Photo: ITG)

  • 5/10

ইঞ্জিনের দিক থেকেই সবচেয়ে বড় বদল। নতুন বুলেটে ৬৪৮ সিসি প্যারালেল টুইন ইঞ্জিন পাবেন। এর আগে এই একই ইঞ্জিন Interceptor 650 ও Continental GT 650 এ ব্যবহার করা হয়েছে। সিক্স স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ পাবেন। (Photo: ITG)

  • 6/10

নতুন বুলেটের চ্যাসিতে স্টিল টিউবুলার স্পাইন ফ্রেম। সাসপেনশনের জন্য Showa ইউনিট। বাইকে ওয়্যার-স্পোক হুইল ও টিউব-টাইপ টায়ার রয়েছে। (Photo: ITG)

  • 7/10

বুলেট ৬৫০-র ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও ক্লাসিক ও আধুনিকতার ফিউশন। অ্যানালগ ডায়ালের সঙ্গে ডিজিটাল LCD ডিসপ্লেও দেওয়া হয়েছে। ফুয়েল, ট্রিপ, গিয়ার ও সার্ভিস রিমাইন্ডার দেখা যাবে। (Photo: ITG)

  • 8/10

রয়্যাল এনফিল্ড জানিয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকায় আপাতত শুধু Cannon Black ভ্যারিয়েন্টেই এই বাইক বিক্রি হবে। এর দাম ইউকে-তে £6,749 (প্রায় ₹7.81 লাখ), ফ্রান্স ও জার্মানিতে €7,340 (প্রায় ₹7.48 লাখ) এবং আমেরিকায় $7,499 (প্রায় ₹6.65 লাখ)। ২০২৬ সাল থেকে বিক্রি শুরু হবে। (Photo: ITG)

  • 9/10

গ্লোবাল মার্কেটে বুলেট ৬৫০ দু'টি রঙে এসেছে, Cannon Black ও Battleship Blue। এর মধ্যে Cannon Black প্রথমে ইউরোপ ও উত্তর আমেরিকায় বিক্রি হবে। তবে এখনও Bullet 650-র India Lauch ডেট ঘোষণা করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, ২০২৬ সালেই Bullet 650 ভারতে লঞ্চ হতে পারে। এমনিতেই এই ৬৫০ সিসি সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের Interceptor, Continental GT ও Super Meteor আছে। ফলে ৬৫০ সিসি সেগমেন্টে আরও একটি অপশন পাবেন ভারতের ক্রেতারা। (Photo: ITG)

  • 10/10

সময় যতই বদলাক, কিছু জিনিস কখনও পুরনো হয় না।
বরং সময়ের সঙ্গে আরও উন্নত হয়। Bullet 650 সেটাই আরও একবার প্রমাণ করল। (Photo: ITG)

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement