Advertisement

ইউটিলিটি

Provident Fund Withdrawal: প্রভিডেন্ট ফান্ড থেকে ১০,০০০ টাকা তুলেছেন? ক্ষতি হবে লক্ষাধিক!

Aajtak Bangla
  • 17 Aug 2021,
  • Updated 12:15 PM IST
  • 1/7

বাড়ছে প্রভিডেন্ট ফান্ডের ( Provident Fund) সুদের হার। চলতি অর্থবর্ষে (2020-21) EPFO তার গ্রাহকদের জমা দেওয়া টাকার উপর সুদের হার বাড়াতে চলেছে৷ এই মাস থেকেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে EPFO। বৃদ্ধি পাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডে সুদের হার দাঁড়াচ্ছে ৮.৫ শতাংশ।

  • 2/7

এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সদস্যরা বিভিন্ন উপায়ে EPF অ্যাকাউন্টে নিজেদের জমা টাকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রভিডেন্ট ফান্ডের জমা টাকাই চাকুরিজীবীদের অবসর জীবনের ক্ষেত্রে একটা বড় সঞ্চয়!

  • 3/7

তবুও চিকিৎসার জন্য, বাড়ি তৈরির জন্য বা অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে, আর্থিক সঙ্কটে অনেকেই প্রভিডেন্ট ফান্ড থেকে নিজের প্রয়োজন মতো টাকা তুলে থাকেন। অর্থাৎ, আর্থিক সঙ্কট কাটাতে ভবিষ্যতের সঞ্চয়ে হাত দেন। জানেন কি, প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে ১০ হাজার টাকা তুললেও ক্ষতি হবে লক্ষাধিক! অর্থাৎ, ক্ষতির পরিমাণ প্রায় ১১ গুণ!

  • 4/7

আর্থিক বিশেষজ্ঞরা সর্বদা চাকরিপ্রার্থীদের একটি পরামর্শ দেন যে, ভবিষ্যতের সঞ্চয়ের তহবিল থেকে টাকা তোলা করা উচিত নয় যখন এটি খুব গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি অবসর গ্রহণের কয়েক বছর আগে এই টাকা উত্তোলন করেন, তাহলে প্রকারন্তরে আপনি নিজের ক্ষতি করছেন। এই তহবিলটি আপনার ভবিষ্যতের জন্য এবং এই তহবিল থেকে ১ টাকা তোলার অর্থ হল অবসরকালীন সঞ্চয়ে ১১ গুণ ক্ষতি করে দেওয়া।

  • 5/7

ধরুন, যদি আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা তুলে থাকেন, তার অর্থ হল আপনি আপনার ভবিষ্যতের সঞ্চয় থেকে ১১ লক্ষ টাকা হারালেন।

  • 6/7

সম্প্রতি Money9-এ প্রকাশিত একটি প্রতিবেদনে EPFO-এর অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ কে শুক্লা জানান, যদি আপনার অবসরে ৩০ বছর বাকি থাকে এবং আপনি PF অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা তোলেন, তাহলে আপনার অবসরকালীন সঞ্চয় তহবিল থেকে ১১.৫৫ লক্ষ টাকা কমে যাবে।

  • 7/7

আসলে, যদি আপনি আপনার ১ লক্ষ টাকা জমা রাখতেন, তাহলে এর উপর সুদ পেতেন। এই টাকা সুদ-আসল মিলিয়ে ৩০ বছরে ১১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেত। একই ভাবে যদি আপনার অবসরে ২০ বছর থাকে এবং আপনি PF অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তোলেন, তাহলে আপনার ২ লক্ষ ৫ হাজার টাকা ক্ষতি হবে।

Advertisement
Advertisement