Advertisement

ইউটিলিটি

গৃহঋণের ক্ষেত্রে সুদ কমালো SBI, লাগবে না কোনও Processing Fee!

সুদীপ দে
  • 01 Mar 2021,
  • Updated 5:24 PM IST
  • 1/7

করোনা বিপর্যয়ের কারণে রুজি-রোজগার কমায় অনেকেই ঋণ নিতে গিয়ে সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার গৃহঋণের (home loan) সুদে ছাড় দেওয়ার পরিধি আরও বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)।

  • 2/7

SBI-এর তরফে জানানো হয়েছে, গ্রাহকের CIBIL Score-এর ভিত্তিতে গৃহঋণের (home loan) সুদের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্ট বা প্রায় ০.৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

  • 3/7

সুদের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্ট ছাড় দেওয়ার ফলে SBI থেকে এখন ৬.৭ শতাংশ সুদেই গৃহঋণ (home loan) পেতে পারেন গ্রাহকরা।

  • 4/7

গ্রাহকের CIBIL রিপোর্টের ভিত্তিতে ব্যক্তিগত ও ঋণের তথ্য বিচার করে যে কোনও রকম ঋণ দেয় ব্যাঙ্ক। এই CIBIL Score ৩০০ থেকে ৯০০-র মধ্যে হয়।

  • 5/7

CIBIL Score ৭০০ বা তার বেশি হলে গ্রাহকের পরিস্থিতি ভাল বলে ধরা হয়। এই CIBIL Score যাঁর যত ভাল, ঋণ পাওয়ার সম্ভাবনা তাঁর তত বেশি।

  • 6/7

SBI-এর তরফে জানানো হয়েছে, ৩১ মার্চের আগে যাঁরা SBI থেকে গৃহঋণ (home loan) নেবেন তাঁরা Processing Fee-এর ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড় পেয়ে যাবে। অর্থাৎ, তাঁদের কোনও Processing Fee দিতে হবে না।

  • 7/7

ব্যাঙ্ক সূত্রে খবর, যাঁদের CIBIL Score যত ভাল, ঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁদের সম্ভাবনা তত বেশি। শুধু তাই নয়, গৃহঋণের (home loan) সুদের ক্ষেত্রে যে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে SBI, ওই ছাড়ের কে কতটা পাবেন, তা-ও নির্ভর করছে এই CIBIL Score-এর উপর।

Advertisement
Advertisement