সোমবার শেয়ার বাজারে বড়সড় ধসের মুখে পড়ে Sensex, Nifty। সোমবার দিনের শেষে ১৭০৭ পয়েন্ট কমে ৪৭,৮৮৩-এ থামে Sensex সূচক। Nifty-ও ৫২৪ পয়েন্ট কমে ১৪,৩১০-এ বন্ধ হয়।
মঙ্গলবার বাজার খুলতেই ঘুরে দাঁড়ায় Sensex, Nifty। সোমবারের ধাক্কা সামলে আজ ৬৬০ পয়েন্ট বাড়ল Sensex, দিনের শেষে ৪৮,৫৪৪.০৬-এ পৌঁছেছে সূচক।
এদিকে Sensex-এর পাশাপাশি Nifty সূচকেও আজ উত্থানের মুখ দেখলেন শেয়ার কারবারীরা। মঙ্গলবার Nifty সূচক ছাড়াল ১৪,৫২৪-এর গণ্ডী।
মঙ্গলবার অটো বা গাড়ি এবং ব্যাঙ্কিং খাতের শেয়ার দর বেড়েছে। পাশাপাশি, আইটি স্টকগুলি বিশেষ চাপে ছিল। তবে সোমবারের ভারি পতনের ধাক্কা সামলে সপ্তাহের দ্বিতীয় দিনেই Sensex, Nifty সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় খুশি শেয়ার কারবারীরা।
মঙ্গলবার বাজার বন্ধের সময়, BSE-তে ৩,০৪৬টি সংস্থার শেয়ারের লেনদেন হয়েছে, যার মধ্যে ১,৯৩৩টি শেয়ারের দর বেড়েছে এবং ৯৩৩টি শেয়ারের দর কমেছে।
মঙ্গলবারেও বাজার খোলার পর থেকেই শেয়ার সূচকের অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। তবুও দিনেশের শেষে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপ (মজুদ বৃদ্ধি) বেড়ে ২০৩.৮২ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে।
সপ্তাহের দ্বিতীয় দিনে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমএন্ডএম)-এর শেয়ারের ব্যাপক চাহিদা ছিল। মঙ্গলবার বাজার বন্ধের সময় পর্যন্ত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম ৭.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের দ্বিতীয় দিনে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার ছাড়াও টাটা মোটরস, মারুতির শেয়ার দর বেড়েছে। সোমবার কমলেও মঙ্গলবারে বাজাজ ফিনসার্ভের শেয়ারের দাম ৬.৭৮ শতাংশ বেড়েছে। তবে এ দিন টিসিএসের শেয়ার দর ৪০ শতাংশ কমেছে।
সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ার বাজারে ভাল দেলদেন হয়েছে। তবে সোমবার শেয়ার বাজারে বড়সড় ধসের ফলে বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে যা পূরণ হতে আরও কিছুটা সময় লাগবে।