এক বছরে বিনিয়োগের টাকা বেড়েছে সাতগুণ পর্যন্ত! অবিশ্বাস্য মনে হলেও এই সংস্থার শেয়ারে বিনিয়োগকারীরা মাত্র এক বছরেই সমৃদ্ধ হয়েছেন, অর্জন করেছেন বিপুল মুনাফা!
শেয়ার বাজারে Praj Industries-এর স্টক বিনিয়োগকারীদের এক বছরে ৬০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। যদি এটিকে Sensex-এর সাথে তুলনা করেন, তাহলে এক বছরে, Sensex প্রায় ৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
ইথানল মিশ্রন প্রযুক্তির সাথে যুক্ত Praj Industries গত এক বছরে তার বিনিয়োগকারীদের (শেয়ারহোল্ডার) বিপুল মুনাফায় সমৃদ্ধ করেছে। সংস্থার স্টক থেকে ৬০০ শতাংশেরও বেশি রিটার্ন মিলেছে। অর্থাৎ, বিনিয়োগের অর্থ এক বছরে প্রায় সাত গুণ বেড়েছে।
গত বছরের (২০২০) ১৯ মে Praj Industries-এর শেয়ারের দাম ছিল ৫৩.৯৫ টাকা। এর ঠিক এক বছর পর, গত বুধবার, এই সংস্থার শেয়ারের দাম ৩৯৮ টাকা ছাড়িয়ে যায়।
তবে, বাজার বন্ধের আগে লেনদেনের শেষে Praj Industries-এর শেয়ারের দাম ৩৮৭.৬৫ টাকায় বন্ধ হয়েছে। সব মিলিয়ে, এই সংস্থার স্টক তার বিনিয়োগকারীদের মাত্র এক বছরের মধ্যে বিপুল মুনাফায় সমৃদ্ধ করে তুলেছে।
যাঁরা ১৯ মে, ২০২০ সালে Praj Industries-এর শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, বর্তমানে তাঁদের মূলধনের পরিমাণ বেড়ে ৭ লক্ষ টাকারও বেশি হয়ে গিয়েছে!
২০২১ সালের শুরু থেকেই Praj Industries-এর শেয়ার প্রায় ২৩২ শতাংশ রিটার্ন দিয়েছে। বুধবার সংস্থাটির বাজার ক্যাপ ৭,১০৯.৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
প্রফিটমার্ট সিকিউরিটিজের পরিচালক (গবেষণা) অবিনাশ গোরক্ষাকর বলেছেন, Praj Industries ইথানল মিশ্রণ সরঞ্জামের ক্ষেত্রে একটি উচ্চ-প্রযুক্তি সমর্থিত বিশ্বস্ত সংস্থা। বর্তমানে এটির প্রায় ৬৫০ কোটি টাকার অর্ডার বুক রয়েছে।”
অবিনাশ গোরক্ষাকরের মতে, Praj Industries 2G ইথানলের সুযোগগুলি কাজে লাগাতে সক্ষম হয়েছে। খুব কম সংস্থাই এতে সফল হয়েছে। এটি CBG (কম্প্রেসড বায়োগ্যাস) ক্ষেত্রে প্রবেশ করছে, যার ব্যবসার সম্ভাবনা খুবই ভাল!