এখন CoWIN অ্যাপ বা পোর্টাল থেকে করোনা টিকার সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করানো যাবে। যাঁরা টিকা নেওয়ার পর বিদেশে যাবেন বা যেতে চান, তাঁদের কথা ভেবে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।
পাসপোর্টের সঙ্গে Covid vaccine certificate লিঙ্ক করা থাকলে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেতে আর কোনও অসুবিধা হবে না।
সম্প্রতি Aarogya Setu অ্যাপের টুইটার হ্যান্ডেল থেকে CoWIN অ্যাপ বা পোর্টাল থেকে করোনা টিকার সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করানো নতুন সুবিধার কথা জানানো হয়েছে।
চলুন এ বার জেনে নেওয়া যাক CoWIN অ্যাপ বা পোর্টাল থেকে করোনা টিকার সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করাবেন কী ভাবে...
পাসপোর্টের সঙ্গে Covid vaccine certificate লিঙ্ক করার জন্য প্রথমে CoWIN অ্যাপ বা CoWIN পোর্টালে (www.cowin.gov.in) লগ ইন করতে হবে।
CoWIN অ্যাপে বা CoWIN পোর্টালে (www.cowin.gov.in) লগ ইন করার পর ‘raise an issue’ অপশন বেছে নিয়ে ‘passport’ অপশনে ক্লিক করতে হবে।
এই ‘passport’ অপশনে ক্লিক করার পর ড্রপডাউন মেনু থেকে কোনও ব্যক্তি তাঁর Covid vaccine certificate পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করানোর বিপল্পটি বেছে নেবেন। এখানে পাসপোর্টের নম্বর দিয়ে সাবমিট করলেই পাসপোর্টের সঙ্গে Covid vaccine certificate লিঙ্ক হয়ে যাবে।