Advertisement

ইউটিলিটি

EPFO থেকে PF-এর টাকা তোলা এখনও আরও সহজ! জেনে নিন উপায়

Aajtak Bangla
  • 11 Mar 2021,
  • Updated 3:29 PM IST
  • 1/7

নিয়মের সামান্য রদবদল ঘটিয়ে EPFO-র সদস্যদের টাকা তোলার জটিলতা কাটিয়ে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নয়া নিয়মে কোনও সংস্থা থেকে ইস্তফা দেওয়ার পর EPFO থেকে PF-এর টাকা তোলার ক্ষেত্রে ওই সংস্থার উপর নির্ভর করতে হবে না কর্মচারিকে।

  • 2/7

এতদিন পর্যন্ত কোনও সংস্থায় চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর ওই সংস্থার EPF অ্যাকাউন্ট গ্রাহকদের (কর্মচারিদের) ‘Date of Exit’ জানাত। এ ক্ষেত্রে গ্রাহক বা কর্মচারিদের জন্য অনলাইনে ‘Date of Exit’ সম্পর্কে ঘোষণার কোনও সুযোগ ছিল না।

  • 3/7

EPFO তাদের গ্রাহকদের এ বার অনলাইনে ‘Date of Exit’ সম্পর্কে ঘোষণার সুযোগ দিয়েছে। EPFO সদস্যরা বাড়িতে বসেই EPF পোর্টালের মাধ্যমে ‘Date of Exit’-এর পরিষেবা সহজেই নিতে পারবেন। আর প্রাক্তন সংস্থা বা নিয়োগকর্তার ঘোষণার অপেক্ষায় থাকতে হবে না কর্মচারিদের।

  • 4/7

বলে রাখা ভাল, EPFO-র নথিতে গ্রাহক বা কর্মচারিদের ‘Date of Exit’ আপ ডেট করা না থাকলে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় না বা পুরনো সংস্থা থেকে নতুন সংস্থায় অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায় না। তবে এ বার Date of exit-এর সুবিধা গ্রাহক বা কর্মচারিদের নিজের হাতে থাকায় এই কাজ অনায়াসেই সেরে নেওয়া যাবে।

  • 5/7

এর জন্য কী করতে হবে EPFO-র গ্রাহক বা কর্মচারিদের? প্রথমে EPFO-র পোর্টাল unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface-এ UAN আর password দিয়ে লগ-ইন করতে হবে। লগ ইন করার পরে 'Manage'-এ গিয়ে 'Mark Exit' অপশনে ক্লিক করতে হবে।

  • 6/7

'Mark Exit' অপশনে ক্লিক করার পর সিলেক্ট অপশনে গিয়ে PF অ্যাকাউন্ট নম্বরটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট নম্বর বেছে নেওয়ার পর 'Date of Exit and Region of Exit-এ ক্লিক করতে হবে।

  • 7/7

এবার OTP-র জন্য অনুরোধ করে নির্দিষ্ট বটনে ক্লিক করুন। Aadhaar-এর সঙ্গে যে ফোন নম্বর যুক্ত রয়েছে সেটিতে OTP যাবে। সঠিক ভাবে OTP ভেরিফিকেশন হওয়ার পর চেক বক্স থেকে প্রথমে update অপশনে এবং পরে ok-তে ক্লিক করলেই ‘Date of Exit’ আপডেট হয়ে যাবে।

Advertisement
Advertisement