পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলায় ভিড় নিয়ন্ত্রণ করতে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে মিলিয়ে একাধিক বিশেষ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া ডিভিশনে দুর্গাপুজোর দিনগুলোতে চালানো হবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন। এর মধ্যে হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল ও ডানকুনি হয়ে), হাওড়া–ব্যান্ডেল এবং শেওড়াফুলি–তারকেশ্বর রুটে বাড়তি ইএমইউ চালানো হবে।
হাওড়া–বর্ধমান (ডানকুনি হয়ে): হাওড়া থেকে রাত ১:১৫-এ ছাড়বে, পৌঁছবে ভোর ৩:২০-এ। ফেরত বর্ধমান থেকে রাত ১০:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:৪৫-এ।
হাওড়া–ব্যান্ডেল: হাওড়া থেকে রাত ১টায় ছাড়বে, পৌঁছবে রাত ২:০৫-এ। ব্যান্ডেল থেকে ফেরত রাত ১১:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:৩৫-এ।
শেওড়াফুলি–তারকেশ্বর: শেওড়াফুলি থেকে রাত ১২:৩০-এ ছাড়বে, পৌঁছবে রাত ১:২০-এ। ফেরত তারকেশ্বর থেকে রাত ১১:১৫-এ ছাড়বে, পৌঁছবে রাত ১২:০৫-এ।
পাশাপাশি বেশ কয়েকটি নিয়মিত ট্রেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। যেমন, ৬৩৫০১ হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু এবার রাত ১:৪৫-এ হাওড়া থেকে ছাড়বে এবং ব্যান্ডেল পর্যন্ত প্রতিটি স্টেশনে থামবে।
আবার ৩৭২২০ ব্যান্ডেল–হাওড়া লোকাল পুজোর দিনগুলোতে ভোর ৫:৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে।
শিয়ালদা ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল ট্রেন। এর মধ্যে শিয়ালদহ মেন ও উত্তর শাখায় ১৯টি এবং দক্ষিণ শাখায় ১২টি লোকাল চালানো হবে। ফলে শহরতলি ও মফস্বল থেকে আসা মানুষদের জন্য প্যান্ডেল হপিং আরও সহজ হয়ে উঠবে।
যাত্রীদের ভরসা বাড়তি ট্রেন
তবে পুজোর সময় ট্রেনে ব্যাপক ভিড় হয়। তাই আগেভাগেই স্টেশনে পৌছনোর চেষ্টা করুন।