Advertisement

ইউটিলিটি

কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে ৬,৫০৬ পদে কর্মী নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন!

সুদীপ দে
  • 30 Dec 2020,
  • Updated 1:53 PM IST
  • 1/7

কম্বাইন্ড স্নাতক লেভেল এক্সাম-২০২০-র (SSC CGL 2020 Examination) মাধ্যমে স্নাতক তরুণ-তরুণীদের বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স বিউরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে-সহ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের দফতরে/ অফিসে/ ক্যাডারে কাজের জন্য প্রায় ৬৫০৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ-বি গেজেটেড ২৫০টি, গ্রুপ-বি নন গেজেটেড ৩৫১৩টি, গ্রুপ-সি এর ২৭৪৩টি আসন রয়েছে। চলুন জেনে নিন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আর ঘরে বসেই আবেদন করুন অনলাইনে...

  • 2/7

টিয়ার-ওয়ান (কম্পিউটার বেসড), টিয়ার-টু (কম্পিউটার বেসড), টিয়ার-থ্রি (ডেসক্রিপটিভ পেপার) এবং টিয়ার-ফোর (স্কিল টেস্ট) পরীক্ষার পর ‘মেরিট-কাম-প্রেফারেন্স’-এর ভিত্তিতে চূড়ান্ত পদ বন্টন হবে। টিয়ার-ওয়ান (কম্পিউটার বেসড) কমন গ্র্যাজুয়েট লেভেল এক্সাম ২০২০-এর পরীক্ষা হবে ২৯ মে, ২০২১ থেকে ৭ জুন, ২০২১ পর্যন্ত। পরবর্তী পরীক্ষার দিন-ক্ষণ পরে জানানো হবে।

  • 3/7

সিলেবাস-সহ পরীক্ষার বিস্তারিত তথ্য পাবেন http://ssc.nic.in ওয়েবসাইটে পিডিএফে। বাছাই হওয়া প্রার্থীদের রোল নম্বর-সহ পরীক্ষার অ্যাডমিশন সার্টিফিকেট সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে অনলাইনে দেওয়া হবে। এর জন্য প্রার্থীদের http://ssc.nic.in ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।

  • 4/7

ইস্টার্ন রিজিয়নের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ডে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র-সহ সেন্ট্রাল রিজিয়নের পরীক্ষা হবে। কর্নাটক–কেরল রিজিয়ন, মধ্যপ্রদেশ সাব-রিজিয়ন, নর্থ-ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, নর্থ-ওয়েস্টার্ন সাব-রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্ভুক্ত রাজ্যগুলির পরীক্ষাকেন্দ্রগুলিতে।

  • 5/7

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হওয়া চাই। তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, অসংরক্ষিত ও প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

  • 6/7

বেতন যথাক্রমে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা (পে লেভেল-৮), ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা (পে লেভেল-৭), ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা (পে লেভেল-৬), ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা (পে লেভেল-৫) এবং ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা (পে লেভেল-৪)।

  • 7/7

আগামী ৩১ জানুয়ারির মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। আবেদনের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা দিতে হবে। তবে তফশিলি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না। ২ ফেব্রুয়ারির মধ্যে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদনের ফি দেওয়া যাবে। অফলাইনে ফি পেমেন্টের চালান ৪ ফেব্রুয়ারির মধ্যে ডাউনলোড করতে হবে।

Advertisement
Advertisement