১ মার্চ, আজ থেকে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ নিয়ম বা বিষয় পরিবর্তিত হতে চলেছে। এর মধ্যে ব্যাঙ্কের ক্ষেত্রে বেশ কয়েকটি বদল, রান্নার গ্যাসের দাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ থেকে কোন কোন ক্ষেত্রে বদলাচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম...
১ মার্চ রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়েছে: মাসের পয়লা তারিখে পেট্রোলিয়াম সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে। যদিও ফেব্রুয়ারিতে তিন বারে মোট ১০০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। সেই নিয়ম অনুযায়ী আজ গ্যাস সিলিন্ডারের দামে বদল হয়েছে। দাম বেড়েছে আরও ২৫ টাকা।
আজ থেকে এই ব্যাংকগুলির বেশ কিছু নিয়মে পরিবর্তন হচ্ছে: ব্যাংক অফ বরোদা, দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংকের সংযুক্তিকরণের ফল স্বরূপ দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংকের IFSC Code এবং অনলাই লেনদেনের জন্য প্রয়োজনীয় কোড বদলে যেতে চলেছে।
SBI গ্রাহকদের জন্য KYC বাধ্যতামূলক: ১ মার্চ থেকেই SBI গ্রাহকদের তাঁদের অ্যাকাউন্টগুলি সচল রাখতে চাইলে KYC করা বাধ্যতামূলক হয়ে যাবে।
Indian Bank-এর ATM-এ ২০০০ টাকার নোট আর মিলবে না: ১ মার্চ থেকে Indian Bank-এর ATM থেকে ২০০০ টাকার নোট আর মিলবে না। তবে Indian Bank-এর গ্রাহকরা চাইলে ব্যাংকের কাউন্টার থেকে ২০০০ টাকার নোট তুলতে পারবেন।
টোল প্লাজায় আর বিনা মূল্যে FASTag মিলবে না: ১ মার্চ থেকে টোল প্লাজায় আর বিনা মূল্যে FASTag মিলবে না। FASTag এ বার ১০০ টাকায় কিনতে হবে, জানিয়েছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।