Advertisement

ইউটিলিটি

Fixed Deposit: করোনার টিকা নিলেই স্থায়ী আমানতে বাড়তি সুদ দেবে এই দুই ব্যাঙ্ক!

Aajtak Bangla
  • 01 Jul 2021,
  • Updated 6:01 PM IST
  • 1/9

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন। এই পরিস্থিতিতে আপনার সুরক্ষা এবং সঞ্চয়— উভয় ক্ষেত্রেই সুফল   মিলতে পারে দেশের দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের Fixed Deposit সংক্রান্ত নয়া ঘোষণায়।

  • 2/9

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সক্রামক! অধিকাংশ আক্রান্তের ক্ষেত্রে কোনও উপসর্গ না থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকের মধ্যে। তাই বাড়ন্ত সংক্রমণে নিয়ন্ত্রণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি।

  • 3/9

তাই করোনা টিকা নিয়ে যাঁরা ইতিমধ্যেই নিজেদের ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষিত করেছেন, তেমনই গ্রাহকদের Fixed Deposit-এ বাড়তি সুদ দিচ্ছে দেশের দুটি প্রথম সারির রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।

  • 4/9

বাড়ন্ত সংক্রমণে নিয়ন্ত্রণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি। করোনা টিকা নিয়ে যাঁরা ইতিমধ্যেই নিজেদের ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষিত করেছেন, তেমনই গ্রাহকদের Fixed Deposit-এ বাড়তি সুদ দিচ্ছে দেশের দুটি প্রথম সারির রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।

  • 5/9

ইউকো ব্যাঙ্ক (UCO Bank) আর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) তাদের গ্রাহকদের জন্য শর্ত সাপেক্ষে Fixed Deposit-এ বাড়তি সুদের কথা ঘোষণা করেছে।

  • 6/9

এই দুই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, Fixed Deposit-এ বাড়তি সুদের সুবিধা শুধুমাত্র সেই সমস্ত গ্রাহক পাবেন, যাঁদের করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। টিকার অন্তত একটি ডোজ নিলেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এই এই দুই ব্যাঙ্কের কর্তৃপক্ষ।

  • 7/9

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) জানিয়েছে, ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন, আগামী ১,১১১ দিনের জন্য তাঁরা Fixed Deposit-এর সুদের হারের উপর অতিরিক্ত ২৫ Basis Point পাবেন।

  • 8/9

প্রবীণ নাগরিকদের জন্য আরও বাড়তি সুদের কথাও ঘোষণা করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন এমন প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫ শতাংশ সুদের সুবিধা।

  • 9/9

একই ভাবে ইউকো ব্যাঙ্ক (UCO Bank) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন, আগামী ৯৯৯ দিনের জন্য তাঁরা Fixed Deposit-এর সুদের হারের উপর অতিরিক্ত ৩০ Basis Point পাবেন।

Advertisement
Advertisement