Advertisement

ইউটিলিটি

Adulterated Mustard Oil: দাম দিয়ে ভেজাল তেল কিনছেন না তো? খাঁটি সরষের তেল চিনুন ৪ সহজ উপায়ে

Aajtak Bangla
  • 20 Jul 2023,
  • Updated 11:16 PM IST
  • 1/8

Tips To Check Adulterated Mustard Oil: বেশিরভাগ বাড়িতেই রান্না করার সময় সরষের তেল ব্যবহার করেন। অন্যদিকে, অনেকে ত্বক ও চুলের যত্নেও সরষের তেল ব্যবহার করতে পছন্দ করেন। কারণ, সরষের তেল স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও উপকারী।

  • 2/8

কিন্তু বেশিরভাগ মানুষই না জেনে বাজার থেকে নকল বা ভেজাল সরষের তেল কেনেন। সরষের তেল আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য যতটাই উপকারী ভেজাল তেল ততটাই ক্ষতিকারক এবং বিপজ্জনক!

  • 3/8

ভেজাল তেলে খাঁটি সরষে তেলের মতো ঝাঁঝ আর রং আনতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে কিছু অসাধু কারবারি। কিছু সহজ উপায়ে জেনে নিতে পারেন যেগুলির সাহায্যে আসল ও নকল সরষের তেল তিনতে সুবিধা হবে।

  • 4/8

ফ্রিজে রাখুন: সরষের তেল কেনার পর একটি পাত্রে রেখে সেটিকে ফ্রিজে রাখুন। তেলে কোনও প্রকার ভেজাল থাকলে তা জমে যাবে। ফ্রিজে রাকলেও খাঁটি সরষের তেল একই রকম থাকবে। 

  • 5/8

হাতের তালুতে ঘষে পরীক্ষা করুন: ঘরেই সরষের তেল হাতে ঘষেও খাঁটি কিনা তা চিনে নিতে পারেন। এর জন্য হাতের তালুতে দুই-এক ফোঁটা তেল ফেলে ঘষে দেখুন। তেলের রং চলে গেলে বুঝতে হবে ওই তেলে ভেজাল আছে।

  • 6/8

রঙের মাধ্যমে চিহ্নিত করুন: সরষের তেলের রং খুব ঘন এবং গাঢ় হয়। তবে তেলে হালকা হলুদ রং দেখলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে।

  • 7/8

নাইট্রিক অ্যাসিড টেস্ট: এজন্য একটি টেস্টটিউবে ৫ গ্রাম সরষের তেল নিন। এবার এতে নাইট্রিক অ্যাসিড মেশান। এরপর টেস্টটিউবটি কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

  • 8/8

নাইট্রিক অ্যাসিড টেস্ট: নাইট্রিক অ্যাসিড টেস্টে নকল সরষের তেলের রং সঙ্গে সঙ্গে লাল হতে শুরু করবে। পাশাপাশি আসল সরষের তেল কিছুটা কমলা বা গাঢ় হলুদ দেখাবে।

Advertisement
Advertisement