Advertisement

ইউটিলিটি

Best Milage Bikes: লিটারে ৮০ কিমি পর্যন্ত মাইলেজ, দেশের সেরা এই ৭ বাইক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2025,
  • Updated 2:50 PM IST
  • 1/10

Top 7 Best Mileage Bikes in India 2025: কিতনা দেতা হ্যায়? বাইকের মাইলেজ নিয়ে এই প্রশ্ন বেশ জনপ্রিয়। আসলে ভারতে সিংহভাগ মানুষই বাইক কেনেন অফিস যাতায়াত, বাজারে যাওয়া বা স্থানীয় রাস্তায় চালানোর জন্য।

  • 2/10

আজকাল তো অনেকে ডেলিভারি বা বাইক ক্যাবের জন্যও কিনছেন। তাই বাইক মানেই কম খরচে বেশি দূর যাতায়াত। গাড়ির মতো ভিড় রাস্তায় আটকে পড়ার ঝামেলা নেই। পকেটেও চাপ পড়ে না।

  • 3/10

সেই কারণেই ভারতীয়রা বাইক কেনার সময় প্রথমেই মাইলেজ জানতে চান। আসুন দেখে নেওয়া যাক, সেরা মাইলেজ পেতে কোন বাইকগুলির দিকে নজর রাখবেন।

  • 4/10

হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe): বেশ হালকা বাইক। ফলে সহজে চালানো যায়। নিউ রাইডারদের জন্য ভাল। প্রতি লিটারে ৭০ কিমির মাইলেজ দেয়। আর সেই কারণেই এটি খুব জনপ্রিয়।

  • 5/10

হোন্ডা এসপি ১২৫ (Honda SP 125): যাঁরা মাইলেজের সঙ্গে একটু ক্লাসি লুক চান, তাঁদের জন্য এই বাইক পারফেক্ট। ১২৩.৯৪ সিসি ইঞ্জিন, ৬৫ কিমি প্রতি লিটারের মাইলেজ আর হোন্ডার স্মুদ পারফরম্যান্স, এক কথায় আদর্শ কমিউটার বাইক।

  • 6/10

হিরো এক্সট্রিম ১২৫আর (Hero Xtreme 125R): দেখতে স্পোর্টি। কিন্তু খরচ একেবারে সাধ্যের মধ্যে। ১২৪.৭ সিসি ইঞ্জিন, ৬৬ কিমি প্রতি লিটারের মাইলেজ। যাঁরা মাইলেজের পাশাপাশি একটু স্টাইলও চান, তাদের জন্য দারুণ অপশন।

  • 7/10

টিভিএস স্পোর্ট (TVS Sport): এই বাইককে অনেকে 'মাইলেজের রাজা' বলেন। সংস্থার দাবি, এই বাইকে ৮০ কিমি প্রতি লিটারের মাইলেজ পাবেন। দামও সাধ্যের মধ্যে। আর সেই কারণেই এটি ভারতের অন্যতম জনপ্রিয় বাইক।

  • 8/10

টিভিএস রেডিয়ন (TVS Radeon): একদম সাধারণ দেখতে। কিন্তু কাজের দিক থেকে বেশ ভাল। ১০৯.৭৭ সিসি ইঞ্জিন। প্রতি লিটারে ৭৩.৬৮ কিমি মাইলেজ পাবেন। অর্থাৎ, পেট্রোল নিয়ে কোনও দুশ্চিন্তার কিছু নেই। রোজ বাইক নিয়ে যাতায়াতের পরিকল্পনা থাকলে নিতে পারেন।

  • 9/10

হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus): ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইক বললে ভুল হবে না। ৯৭.২ সিসি ইঞ্জিন, ৭.৯১ বিএইচপি পাওয়ার আর ৭০ কিমি প্রতি লিটারের মাইলেজ। দাম কম, মেনটেনেন্স করাও সহজ। তাই শহর, মফস্বল বা গ্রাম, সব জায়গাতেই দাপিয়ে বেড়ায় এই বাইক।

  • 10/10

বাজাজ প্লাটিনা ১১০ (Bajaj Platina 110): যাঁরা একটু লং ডিসট্যান্স বাইক চালাবেন, তাঁদের জন্য এটি আদর্শ। ৭০ কিমি প্রতি লিটারের মাইলেজ। সঙ্গে বেশ আরামদায়ক সাসপেনশন। শহর থেকে গ্রাম, সব জায়গার জন্যই এই বাইক পারফেক্ট।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement