Advertisement

ইউটিলিটি

Toy Train Service Interrupted: ধস নেমে পুজোর মুখে ফের বন্ধ টয়ট্রেন পরিষেবা, কবে খুলবে?

সংগ্রাম সিংহরায়
সংগ্রাম সিংহরায়
  • দার্জিলিং,
  • 13 Sep 2025,
  • Updated 4:38 PM IST
  • 1/10

 

ফের ধস, থমকে গেল পাহাড়ের রেল
বর্ষার জেরে ফের ধস নামল পাহাড়ে। বৃহস্পতিবার রাতে রংটং থেকে তিনধারিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নামে। ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের লাইন।

 

  • 2/10

বাতিল পরিষেবা, বন্ধ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
দার্জিলিং হিমালয়ান রেল (DHR) কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের কারণে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি না সামলালে পরিষেবা চালু করা সম্ভব নয়।

 

  • 3/10

ট্রায়াল রান ১৫ তারিখ, চালু হতে পারে ১৬-য়
ধস সরিয়ে লাইন মেরামত করার পর ১৫ সেপ্টেম্বর ট্রায়াল রান হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তা হলে ১৬ সেপ্টেম্বর থেকে ফের চলবে খেলনাগাড়ি

 

  • 4/10

বাতিল বুকিং, রেল ফেরাচ্ছে টাকা
এই ক’দিনের জন্য বুকিং করা যাত্রীদের টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। রেলের তরফে টাকা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

 

  • 5/10

পুজোর মুখে চিন্তা বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের
পুজোর আগেই এমন সমস্যা তৈরি হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে দার্জিলিংয়ের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। কারণ, ওই সময়টা পাহাড়ে পর্যটকের ভিড় থাকে চরমে।

 

  • 6/10

এবার নতুন তিনটি জয়রাইড চালুর কথা ছিল
চলতি বছর পুজোর সময় পর্যটকদের কথা মাথায় রেখে নতুন তিনটি জয়রাইড চালুর পরিকল্পনা করেছিল DHR। তার মধ্যেই ধস পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াল।

 

  • 7/10

বিশেষ দল গঠন করল রেল
ধস পরিস্থিতি দ্রুত সামাল দিতে ২৪ ঘণ্টা কাজ করার জন্য বিশেষ টিম গঠন করেছে DHR। লাইন ক্ষতিগ্রস্ত হলে তারা যত তাড়াতাড়ি সম্ভব মেরামতের কাজ করবে।

 

  • 8/10

পুজো থেকে বড়দিন—চলবে নজরদারি
শুধু দুর্গাপুজো নয়, দীপাবলি, বড়দিন ও বর্ষবরণেও এই বিশেষ দলকে প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে রেল। উৎসবের সময় যাতে পরিষেবা সচল থাকে, সেই দিকেই নজর।

  • 9/10

উৎসবের দিনগুলোতে এধরনের সমস্যা তৈরি হলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। কারণ, বুকিংয়ের ব্যাপক চাপ থাকে সেসময়। তাই আগাম সতর্কতা হিসেবে বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।

  • 10/10

দলটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। ধসে লাইন ক্ষতিগ্রস্ত হলে যত দ্রুত সম্ভব লাইন মেরামতের জন্য তারা কাজ করবে। দুর্গাপুজোর পর দীপাবলি, বড়দিন এবং বর্ষবরণেও বিশেষ দলকে কাজে লাগানো হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement