Advertisement

ইউটিলিটি

Local Train Cancel Alert: মহালয়া পর্যন্ত হাওড়া মেন-কর্ড লাইনে বাতিল বহু ট্রেন, জানুন নতুন সূচি

Aajtak Bangla
  • 19 Sep 2022,
  • Updated 2:03 PM IST
  • 1/8

পুজো যত এগিয়ে আসছে, লোকাল ট্রেনে নিত্যযাত্রীজদের সঙ্গে ততই বাড়ছে ‘শপিং-মুখী’ যাত্রীদের ভিড়। ফলে পুজোর আগে নিত্যযাত্রার ধকল এমনিতেই বেড়ে গিয়েছে। তার উপর আজ থেকে বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন। তাই নিত্যযাত্রীজদের দুর্ভোগ এবার চরমে উঠতে চলেছে।

  • 2/8

পূর্বরেল সূত্রে খবর, আজ (১৯ সেপ্টেম্বর) থেকে মহালয়া পর্যন্ত (২৫ সেপ্টেম্বর) হাওড়া মেইন ও কর্ড লাইনের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। বহু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

  • 3/8

পূর্বরেল সূত্রে জানানো হয়েছে, রসুলপুর আর শক্তিগড়ের মাঝে রেলের জরুরি মেরামতির জন্য হাওড়া মেন ও কর্ড লাইনের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সূত্রের খবর, রসুলপুর-শক্তিগড়ের মাঝে থার্ড লাইন তৈরির কাজ চলছে। সেই কারণেই ট্রেনের সূচি আর রুটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

  • 4/8

বর্ধমান জংশন থেকে মেন লাইনে যে ট্রেনগুলি বাতিল থাকবে, সেগুলি হল ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ ও ৩৭৮৪৬ নম্বর ট্রেন। কর্ড লাইনে ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪ নম্বরের ট্রেনগুলি বাতিল থাকবে। 

  • 5/8

এই পরিস্থিতিতে রেলের তরফে সমস্ত পরিবর্তিত সূচি ও রুটের তথ্য নিয়মিত ঘোষণা করা হবে। যাত্রীদের কাছে রেলের আবেদন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া মেইন ও কর্ড লাইনের সংশ্লিষ্ট স্টেশনগুলির ঘোষণা ভাল করে শুনে তবেই ট্রেনে চড়তে হবে। 

  • 6/8

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা ০৫ মিনিট, ১১টা ২৫ মিনিট, বেলা ১২টা ৩০ মিনিট, দুপুর ২টো ২০ মিনিট, ২টো ৫২ মিনিট, ২টো ৫৫ মিনিট, ৩টে ৩০ মিনিটের লোকালগুলি হাওড়া থেকে মেমারি পর্যন্তই  চলাচল করবে।

  • 7/8

একইভাবে ডাউনে মেমারি লাইনে এই ক’দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বেলা ১২টা ০৫মিনিট, দুপুর ১টা ২০ মিনিট, ২টো ২৫ মিনিট, বিকেল ৪টে ২০ মিনিট, বিকেল ৪টে ৫০ মিনিট, ৫টা ২০ মিনিটের ট্রেনগুলি হাওড়া পর্যন্ত যাবে।

  • 8/8

একইভাবে হাওড়া-মশাগ্রাম কর্ড লাইনেও এই ক’দিন সকাল থেকে বিকেল পর্যন্ত হাওড়া থেকে বেলা ১১টা ২২ মিনিট, ১২টা ০৫ মিনিট, দুপুর ১টা ৩২ মিনিট, ২টো ৪৫ মিনিটে ছাড়া লোকালগুলি মশাগ্রাম পর্যন্ত যাবে। ডাউনে মশাগ্রাম থেকে ছাড়া দুপুর ১টা ২০ মিনিট, ১টা ৪৫ মিনিট, ৩টে ২৫ মিনিট আর বিকেল ৪টে ২৫ মিনিটে ছাড়া ট্রেনগুলি হাওড়া পর্যন্ত যাবে।

Advertisement
Advertisement