দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণির টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনল ভারতীয় রেল। এবার থেকে সবাই আর ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে পারবেন না।
আগামী ১ অক্টোবর থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, আধার সংযোগ না থাকলে প্রথম ১৫ মিনিট টিকিট উইন্ডো খুলতেই পারবেন না সংশ্লিষ্ট যাত্রীরা। ফলে সেই সময় টিকিট কাটার কোনও সুযোগ থাকছে না।
রেলের তরফে জানানো হয়েছে, যে কোনও ট্রেনের বুকিং উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে যাত্রীরা সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করতে পারবেন। তবে তাঁরাই পারবেন যাঁদের আধার কার্ড IRCTC র সঙ্গে ভেরিফাই করা আছে (Aadhaar Authentication)।
এই নিয়মটি IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যাদের আধার-যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট নেই, তাঁরা পারবেন না।
ভারতীয় রেলের লক্ষ্য হল টিকিট রিজার্ভেশন ব্যবস্থার অপব্যবহার রোধ ও প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার দেওয়া। সেজন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। এতদিন পর্যন্ত এই নিয়ম কার্যকর ছিল শুধুমাত্র তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে।
বুকিংয়ের অসুবিধে এড়াতে যাত্রীদের ১ অক্টোবরের আগে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। আধার সংযুক্ত করলে সহজেই টিকিট কাটা যাবে।
তবে কাউন্টার টিকিটের নিয়মে কোনও পরিবর্তন হয়নি। নতুন নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন নিয়মে যাত্রীরা তাড়াতাড়ি টিকিট বুক করার আরও ভালো সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
রেলওয়ে স্টেশনের পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার থেকে টিকিট কাটার নিয়মে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।
পাশাপশি জেনারেল ক্যাটিগরির টিকিটে নথিভুক্ত এজেন্টদের উপর যে প্রথম ১০ মিনিটের ‘নিষেধাজ্ঞা’ ছিল, সেটাও কার্যকর থাকছে।