Advertisement

ইউটিলিটি

জানুয়ারিতে কমেছে ভারতের বেকারত্বের হার, বেড়েছে কর্মসংস্থানের সুযোগ!

সুদীপ দে
  • 02 Feb 2021,
  • Updated 6:59 PM IST
  • 1/8

করোনার ফলে বিশ্বের অনেক দেশেরই অর্থনীতি বিপর্যস্ত! ভারতের অর্থনীতিতেও করোনা মহামারির ব্যাপক প্রভাব প্রড়েছে। গত বছরে করোনার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। দেশের লক্ষ লক্ষ মানুষের সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে।

  • 2/8

করোনার জেরে দেশে যে আর্থিক মন্দা দেখা দিয়েছে, তার প্রভাবে অক্টোবর মাস থেকেই দেশের বেকারত্বের হার বাড়তে শুরু করে। তবে নতুন বছরে বেকারত্বের সমস্যা কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারত। এমনই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) পরিসংখ্যানে।

  • 3/8

অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর— এই তিন মাসে দেশে ফের বেকারত্বের হার ৬.৯৮ শতাংশ থেকে বেড়ে ৯.০৬ শতাংশে পৌঁছে গিয়েছিল। কিন্তু নতুন বছরে জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ৬.৫৩ শতাংশে নেমেছে।

  • 4/8

CMIE-এর পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে কাজ হারিয়েছিলেন দেশের ৫০ হাজার মানুষ। নভেম্বরে বেকার হয়েছেন প্রায় ৩৫ লক্ষ নাগরিক! ফলে ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে গিয়েছিল অনেকটাই। তবে জানুয়ারিতে নতুন কর্মসংস্থানের জেরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

  • 5/8

দেশের কর্মসংস্থান, বেকারত্বের হার এবং অর্থনীতি— এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। তাই কর্মসংস্থানের অভাব, বেকারত্বের হার বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতিও হ্রাস পায়।

  • 6/8

করোনা মহামারির জেরে গত এপ্রিল-জুন মাসে ভারতীয় অর্থনীতি রেকর্ড ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হওয়ার পর দ্বিতীয় ত্রৈমাসিকে আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর অনেকটাই স্থিতিশীল অবস্থায় পৌঁছোয়। নতুন বছরে ফের একটু একটু করে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। তাই জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ৯.০৬ শতাশ থেকে কমে ৬.৫৩ শতাংশ হয়েছে।

  • 7/8

CMIE-এর হিসাব অনুযায়ী, ২০২০-’২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কর্মসংস্থানের হার ২০১৯-’২০ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় ২.৫ শতাংশ কমবে। ২০১৯-’২০ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর পর্বে দেশের প্রায় ৪০.৫ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছিল।

  • 8/8

CMIE-র থেকে পাওয়া হিসাব অনুযায়ী, ডিসেম্বরে যেখানে দেশের বেকারত্বের হার ৯.০৬ শতাংশে পৌঁছে গিয়েছিল, সেখানে জানুয়ারিতে তা কিছুটা কমে ৬.৫৩ শতাংশ হয়েছে। রাজ্যুগুলির মধ্যে ত্রিপুরায় বেকারত্বের হার সবচেয়ে বেশি। এ রাজ্যে বেকারত্বের হার ১৮.১ শতাংশ। পশ্চিমবঙ্গের বেকারত্বের হার বর্তমানে ৫.২ শতাংশ। এ রাজ্যে গত এক মাসে কর্মসংস্থানের হার বেড়েছে ৬ শতাংশ।

Advertisement
Advertisement