বৃহস্পতিবার ডুয়াল সেলফি ক্যামেরা, 5G কানেক্টিভিটি-সহ ভারতে লঞ্চ হল Vivo-র নতুন স্মার্টফোন V20 Pro। ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ছাড়াও এ ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Vivo V20 Pro-এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে খুঁটিনাটি তথ্য...
Vivo V20 Pro ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ পিক্সেল x ২৪০০ পিক্সেল। ফোনটির আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের নিচের দিকে বেজেল রয়েছে।
এই ফোনে রয়েছে Android 10 বেসড FunTouch OS 11 অপারেটিং সিস্টেম, Octa-core প্রসেসর সঙ্গে Qualcomm Snapdragon 765G চিপসেট। Vivo V20 Pro ফোনে রয়েছে ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। ফোনের রিয়ার ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ রয়েছে।
Vivo V20 Pro ফোনে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য রয়েছে ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স-যুক্ত ডুয়াল ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।
Vivo V20 Pro ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট যুক্ত ৪,০০০ mAh ব্যাটারি। চার্জিংয়ের জন্য এই ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। ভারতে Vivo V20 Pro ফোনের দাম শুরু হয়েছে ২৯,৯৯০ টাকা থেকে।