Advertisement

ইউটিলিটি

ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কী ভাবে বুঝবেন? জেনে নিন Online-এ চেক করার পদ্ধতি

Aajtak Bangla
  • 22 Jan 2021,
  • Updated 12:45 PM IST
  • 1/6

আর মাত্র কয়েক মাস বাকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। এমন সময়ে আপনি বুঝবেন কীভাবে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। অনলাইনে এই সহজ স্টেপগুলি করলেই দেখতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে।
 

  • 2/6

প্রথমে www.nvsp.in ওয়েবসাইটিতে যান।  তারপর বাঁদিকে হলুদ রংয়ে লেখা  Search in electoral roll অপশনে ক্লিক করুন।

  • 3/6

এরপরে নতুন  একটি পেজ খুলবে। https://electoralsearch.in/। এখান থেকে আপনি দুইরকম ভাবে সার্চ করতে পারবেন।

  • 4/6

Search by Details- অপশনটিতে এখানে যা যা জানতে চাওয়া হয়েছে সবকিছু তথ্য দিতে হবে। যেমন নাম, বয়স, ঠিকানা ইত্যাদি।

  • 5/6

দ্বিতীয় অপশন Search by EPIC No।  এখানে আপনার EPIC No দিতে হবে। সেইসঙ্গে রাজ্যের নাম। তারপরে একটি কোড আসবে। 

  • 6/6

দুইরকমের মধ্যে যেকোনও একটি ভাবে ফর্ম গুলো পূরণ করতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। যদি এরপর আপনার নাম দেখায় তাহলে আপনি আপনার এলাকায় নথিভুক্ত একজন ভোটার

Advertisement
Advertisement