Advertisement

ইউটিলিটি

রাজ্যে মোটা বেতনে ১৩১৩ শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করছে WBHRB!

সুদীপ দে
  • 16 Feb 2021,
  • Updated 3:08 PM IST
  • 1/9

মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে ১৩১৩ জনকে নিয়োগ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ১৩১৩ জন মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে।

  • 2/9

আপাতত অস্থায়ী ভিত্তিতে মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে। পরে কাজের নিরিখে তাঁদের স্থায়ী করা হতে পারে। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/9

মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): মোট শূন্যপদের সংখ্যা ১৩১৩টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৬১৪টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩০৫টি, তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৯৪টি, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৫৪টি, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০৭টি, শরীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩৯টি।

  • 4/9

যোগ্যতা: ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ (১০২ অব ১৯৫৬)-র প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু-র অন্তর্গত এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

  • 5/9

প্রার্থীদের মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া অথবা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। সরকারি হাসপাতাল বা স্বীকৃত স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাউজ স্টাফ হিসেবে অন্তত ১ বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং থাকলে ভাল হয়।

  • 6/9

আবেদনকারীর বয়স: ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৬ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন।

  • 7/9

আবেদনকারীর বেতন: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদের বেতন ২১,০০০ টাকা (১৫,৬০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) থেকে ৪৭,৪০০ টাকা (৪২০০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) পর্যন্ত।

  • 8/9

আবেদনের ফি বাবদ ২১০ টাকা দিতে হবে। ফি দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির মাধ্যমে, গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে।

  • 9/9

চেক, ব্যাঙ্ক ড্রাফট, মানি অর্ডার বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ২০ ফেব্রুয়ারি, রাত ৮টার মধ্যে www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।

Advertisement
Advertisement