মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে ১৩১৩ জনকে নিয়োগ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ১৩১৩ জন মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে।
আপাতত অস্থায়ী ভিত্তিতে মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে। পরে কাজের নিরিখে তাঁদের স্থায়ী করা হতে পারে। চলুন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): মোট শূন্যপদের সংখ্যা ১৩১৩টি, এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৬১৪টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩০৫টি, তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৯৪টি, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৫৪টি, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০৭টি, শরীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৩৯টি।
যোগ্যতা: ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ (১০২ অব ১৯৫৬)-র প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু-র অন্তর্গত এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট স্পেশ্যালিটির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া অথবা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। সরকারি হাসপাতাল বা স্বীকৃত স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাউজ স্টাফ হিসেবে অন্তত ১ বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং থাকলে ভাল হয়।
আবেদনকারীর বয়স: ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৬ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন।
আবেদনকারীর বেতন: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদের বেতন ২১,০০০ টাকা (১৫,৬০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) থেকে ৪৭,৪০০ টাকা (৪২০০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা) পর্যন্ত।
আবেদনের ফি বাবদ ২১০ টাকা দিতে হবে। ফি দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির মাধ্যমে, গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে।
চেক, ব্যাঙ্ক ড্রাফট, মানি অর্ডার বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ২০ ফেব্রুয়ারি, রাত ৮টার মধ্যে www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।