মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়েগ করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসেস (West Bengal Junior Fisheries Services)। অফিস গ্রেড-২ পদে ফিশারি এক্সটেনশন অফিসার (Fishery Extension Officer) নিয়োগ করা হচ্ছে।
ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিভাগে অফিস গ্রেড-২ পদে প্রার্থীবাছাই ও নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে বাংলায় পড়তে, লিখতে আর কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। অন্যান্য রাজ্যের প্রার্থীরাও এ ক্ষেত্রে সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না।
ফিশারি এক্সটেনশন অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ১০০টি। এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৫০টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২১টি, তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৬টি, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০টি, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৭টি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪টি, মেধাবী খেলোয়াড়দের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২টি।
ফিশারি সায়েন্সের ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা পশ্চিমবঙ্গের ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিষয়ে জ্ঞান থাকলে এবং বাংলা ও নেপালি ভাষায় পড়তে ও লিখতে জানলে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসেব অনুযায়ী ৩৯ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। মূল বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতাও মিলবে।
ট্র্যাক অ্যান্ড ফিল্ড-সহ অ্যাথলেটিক, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, রেসলিং, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি ও খো-খো— এই সমস্ত খেলায় মেধাবী খেলোয়াড়দের জন্য আসন সংরক্ষিত রয়েছে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর পর প্রার্থীদের নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা হবে।
আবেদন করতে হবে ১৭ মার্চের মধ্যে অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন করার সময় যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ ১৬০ টাকা দিতে হবে।
ফি জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এ ক্ষেত্রে ৫ টাকা অতিরিক্ত ফি প্রার্থীকে দিতে হবে। এ ছাড়া ১৮ মার্চের মধ্যে চালানের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। তবে চালান জেনারেট করতে হবে ১৭ মার্চের মধ্যেই।