Advertisement

ইউটিলিটি

WBPSC Recruitment 2021: রাজ্যে Fishery Extension Officer নিয়োগ করা হচ্ছে! বেতন ৩২,১০০ টাকা

সুদীপ দে
  • 26 Feb 2021,
  • Updated 3:27 PM IST
  • 1/9

মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়েগ করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসেস (West Bengal Junior Fisheries Services)। অফিস গ্রেড-২ পদে ফিশারি এক্সটেনশন অফিসার (Fishery Extension Officer) নিয়োগ করা হচ্ছে।

  • 2/9

ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিভাগে অফিস গ্রেড-২ পদে প্রার্থীবাছাই ও নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

  • 3/9

এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে বাংলায় পড়তে, লিখতে আর কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। অন্যান্য রাজ্যের প্রার্থীরাও এ ক্ষেত্রে সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না।

  • 4/9

ফিশারি এক্সটেনশন অফিসার: মোট শূন্যপদের সংখ্যা ১০০টি। এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৫০টি, তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২১টি, তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৬টি, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০টি, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৭টি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪টি, মেধাবী খেলোয়াড়দের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২টি।

  • 5/9

ফিশারি সায়েন্সের ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা পশ্চিমবঙ্গের ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিষয়ে জ্ঞান থাকলে এবং বাংলা ও নেপালি ভাষায় পড়তে ও লিখতে জানলে আবেদন করতে পারেন।

  • 6/9

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত হিসেব অনুযায়ী ৩৯ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। মূল বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতাও মিলবে।

  • 7/9

ট্র্যাক অ্যান্ড ফিল্ড-সহ অ্যাথলেটিক, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, রেসলিং, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি ও খো-খো— এই সমস্ত খেলায় মেধাবী খেলোয়াড়দের জন্য আসন সংরক্ষিত রয়েছে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর পর প্রার্থীদের নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা হবে।

  • 8/9

আবেদন করতে হবে ১৭ মার্চের মধ্যে অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন করার সময় যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ ১৬০ টাকা দিতে হবে।

  • 9/9

ফি জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এ ক্ষেত্রে ৫ টাকা অতিরিক্ত ফি প্রার্থীকে দিতে হবে। এ ছাড়া ১৮ মার্চের মধ্যে চালানের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। তবে চালান জেনারেট করতে হবে ১৭ মার্চের মধ্যেই।

Advertisement
Advertisement