Advertisement

ইউটিলিটি

রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরে কর্মী নিয়োগ করছে WBPSC!

সুদীপ দে
  • 27 Dec 2020,
  • Updated 6:34 PM IST
  • 1/7

পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। জিও-হাইড্রোলজিক্যাল ও জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল (WBPSC)। 

  • 2/7

আবেদনকারীদের বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে বাংলা জানা আবশ্যক নয়। পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গলের (WBPSC) বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা ৭টি।

  • 3/7

ভূগোলে স্নাতক (অনার্স) হলে এই পদের জন্য আবেদন করা যাবে। আপাতত অস্থায়ী কর্মী নিয়োগ করা হলেও ভবিষ্যতে কাজের নৈপুন্যের নিরিখে স্থায়ী কর্মী হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 4/7

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরে জিও-হাইড্রোলজিক্যাল / জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক (অনার্স) অথবা জিওগ্রাফি বা অ্যাপ্লায়েড জিওগ্রাফিতে স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি থাকা জরুরি।

  • 5/7

আবেদনকারীর বয়স ও এই পদের বেতন: ১ জানুয়ারি, ২০২০ তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হওয়া চাই। জিও-হাইড্রোলজিক্যাল / জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত কর্মীর বেতন ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা (লেভেল-১১ অনুযায়ী)।

  • 6/7

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে wbpsc.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে। কোনও প্রার্থী মাত্র একবারই এই পদের জন্য আবেদন করতে পারবেন। একবারের বেশি আবেদন করলে ওই প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়ে যাবে।

  • 7/7

জিও-হাইড্রোলজিক্যাল / জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনের ক্ষেত্রে ফি ১৬০ টাকা। তবে রাজ্যের তফশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি, ২০২১।

Advertisement
Advertisement