অবসরের পর Pension পেতে এখন আর একগাদা ফর্ম পূরণ করতে হবে না রাজ্য সরকারি কর্মচারিদের। এ বার থেকে একটাই ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
পেনশনের জন্য আবেদনের ক্ষেত্রে জটিলতা কমাতে ‘সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম’ চালু করল রাজ্য সরকার।
এর আগে পর্যন্ত অবসরের পর পেনশন পাওয়ার জন্য একাধিক ফর্ম পূরণ এবং নানা নথি-পত্র জমা দিতে হতো রাজ্য সরকারি কর্মচারিদের। এই পদ্ধতি যেমন জটিল, তেমনই সময় সাপেক্ষ।
কিন্তু একাধিক ফর্ম পূরণ এবং নানা নথি-পত্র জমা দেওয়ার পরও সামান্য কোনও ভুল বা নথির অভাবে Pension সঠিক সময়ে চালু হওয়া নিয়ে সংশয় থেকেই যেত রাজ্য সরকারি কর্মচারিদের। সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বিরাট স্বস্তি এনে দিল।
২০১১ সালে এ রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার পেনশন সংক্রান্ত বিষয়ে সরলীকরণের একাধিক পদক্ষেপ নিয়েছে।
অ্যাপ নির্ভর ব্যবস্থা থেকে শুরু করে নথি-পত্র জমা দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বার পেনশনের জন্য আবেদনের প্রক্রিয়া সরলীকরণের স্বার্থে ‘সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম’ চালু করল রাজ্য সরকার।