Advertisement

ইউটিলিটি

West Bengal Police-এ চাকরির সুযোগ! আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক পাশেই

সুদীপ দে
  • 23 Feb 2021,
  • Updated 1:40 PM IST
  • 1/8

প্রচুর শূন্যপদে সাব ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) নিয়োগ করছে West Bengal Police। মোট ১২৫১টি শূন্যপদে ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) নিয়োগ করা হচ্ছে।

  • 2/8

ওয়্যারলেস অপারেটরের (Wireless Operator) ১২৫১টি শূন্যপদের মধ্যে মহিলাদের জন্য ১২৫টি আসন সংরক্ষিত। বাকি ১,১২৬টি আসনে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে।

  • 3/8

শিক্ষাগত যোগ্যতা: ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) পদের জন্য আবেদনকারীর সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত-সহ বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে।

  • 4/8

শিক্ষাগত যোগ্যতার অংশ হিসাবে প্রার্থীদের বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। যদিও দার্জিলিংয়ের পার্বত্য মহকুমা আর কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

  • 5/8

উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশের পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

  • 6/8

বয়সসীমা: ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) পদের জন্য ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ওবিসি, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় পাবেন।

  • 7/8

আবেদনের ফি: ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) পদের অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ২৭৫ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের মাধ্যমে এই ফি বাবদ টাকা অনলাইনে জমা দিতে হবে।

  • 8/8

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, যে কোনও ভারতীয় নাগরিকই এই পদে আবেদন করতে পারবেন। ২২ মার্চ বিকেল ৫টা পর্যন্ত ওয়্যারলেস অপারেটর (Wireless Operator) পদের জন্য আবেদন করা যাবে। সবিস্তারে জানতে ক্লিক করুন www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে।

Advertisement
Advertisement