Advertisement

ইউটিলিটি

Bank Cheque: চেক লেখার সময় এই ৫ বিষয় খেয়াল রাখুন, নইলে খোয়াবেন সব টাকা

Aajtak Bangla
  • 14 Jun 2022,
  • Updated 3:10 PM IST
  • 1/8

টাকার লেনদেনের ক্ষেত্রে যে জিনিসটি সব থেকে বেশি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়, সেটি হল ব্যাঙ্ক চেক (Bank Cheque)। তবে চেক যতই নিরাপদ হোক, এটি সই করে কাউকে দেওয়ার সময়ে কয়েকটি বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি। না হলে ওই চেক (Bank Cheque) বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।

  • 2/8

যাকে টাকা দেবেন তার নাম ব্যাঙ্ক চেকের (Bank Cheque) উপর লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও কয়েকটি বিষয়ে সাবধানতা বজায় রাখা জরুরি। যেমন সুমন রায়ের নামে চেক লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে জায়গা রাখুন।

  • 3/8

এটা না করলে সুমনকে সুমনা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও লিখে দিন।

  • 4/8

যার নামে চেক দেবেন তার নাম লেখা হলে, তার নামের পাশে একটি লম্বা সোজা দাগ কেটে দিন বা লাইন টেনে দিন। ‘বেয়ারার ব্যাঙ্ক চেক (Bank Cheque)’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন।

  • 5/8

যেমন, কাউকে ‘বেয়ারার ব্যাঙ্ক চেক (Bank Cheque)’ দেওয়ার সময় যদি ‘বেয়ারার’ অপশনে টিক দিতে ভুলে যান, তা হলে ওই চেক (Bank Cheque) ব্যবহার করে যে কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে।

  • 6/8

চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি (অ্যাকাউন্ট পেয়ি)। তা হলে যাকে চেক (Bank Cheque) কেটে দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই ব্যাঙ্ক চেক (Bank Cheque) ভাঙানো সম্ভব হবে।

  • 7/8

চেকে (Bank Cheque) টাকার অঙ্ক বসানোর পরে অবশ্যই ‘/-’ এই চিহ্ন দিয়ে দেবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। খেয়াল রাখবেন, প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁক না থাকে।

  • 8/8

চেকে (Bank Cheque) যদি ভুল করে কিছু লিখে ফেলে থাকেন, তাহলে সেই ভুল লেখা এক দাগে কেটে তার উপরে বা নিচে নিজে স্বাক্ষর করে দিন। অনেক সময়েই এই সব ভুলের কারণে অনেক চেক (Bank Cheque) বাতিল হয়ে যায়। সেই ঝুঁকি এই পদ্ধতিতে এড়ানো যেতে পারে।

Advertisement
Advertisement