Advertisement

ইউটিলিটি

জানেন প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র!

Aajtak Bangla
  • 07 Nov 2020,
  • Updated 2:46 PM IST
  • 1/6

দেশজুড়ে প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র! খাদ্য এবং গণবণ্টন সম্পর্কিত তথ্য দিতে গিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক।

  • 2/6

তবে এই বিপুল সংখ্যাক রেশন কার্ড একদিনে বাতিল করা হয়নি। জানা গিয়েছে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মোট ৪ কোটি ৩৯ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে কেন্দ্রের তরফে।

  • 3/6

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই সাত বছর ধরে ৪ কোটি ৩৯ লক্ষ তথ্যগত ত্রুটি-সহ কার্ড বা ভুয়ো রেশন কার্ড বাতিল করা হলেও সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলিকে নিয়মিত পরিষেবা দিতে নতুন কার্ড দেওয়া হয়েছে।

  • 4/6

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ মানুষকে পিডিএসের মাধ্যমে খুব কম মূল্যে খাদ্যশস্য বা রেশন সরবরাহ করা হচ্ছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষই সরকারি রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকেন।

  • 5/6

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের ৮১ কোটিরও বেশি মানুষকে এই রেশন ব্যবস্থার সাহায্যে ২ টাকা ও ৩ টাকা কেজি দরে খাদ্য শস্য (চাল, গম এবং অন্যান্য শস্য) সরবরাহ করা হয়।

  • 6/6

কেন্দ্র আগেই এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা গোষণা করেছি। এর ফলে দেশের যে কোনও প্রান্তেই এই কার্ডের সাহায্যে ভবিষ্যতে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো জরুরি। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে ভবিষ্যতে রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। 

Advertisement
Advertisement