Advertisement

ইউটিলিটি

World Happiness Report 2021: সুখে নেই ভারতীয়রা; পিছিয়ে বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও! দাবি রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষায়

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2021,
  • Updated 7:35 PM IST
  • 1/9

করোনার ধাক্কা সামলে হয়তো দেশের অর্থনীতির হাল ফিরছে একটু একটু করে, তবে একেবারেই সুখে নেই ভারতীয়রা! কোনও বিরোধী দলের অভিযোগ নয়, এই তথ্য উঠে এসেছে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) Sustainable Development Solutions Network-এর সমীক্ষায়।

  • 2/9

গতকাল ছিল ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বা আন্তর্জাতিক সুখ দিবস। সেই উপলক্ষে ১৪৯টি দেশের নাগরিকদে নিয়ে করা একটি সমীক্ষার রিপোর্ট সামনে এনেছে Sustainable Development Solutions Network।

  • 3/9

রাষ্ট্রসঙ্ঘের (United Nations) Sustainable Development Solutions Network-এর ওই সমীক্ষার নাম World Happiness Report 2021। সদ্য প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের এই সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে যে, বিশ্বের সবচেয়ে সুখী ১৪৯টি দেশের তালিকায় ভারত রয়েছে ১৩৯ নম্বরে।

  • 4/9

এই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে ১০১ নম্বরে আর পাকিস্তান রয়েছে ১০৫-এ। ভারতের আর এক প্রতিবেশী দেশ চিন রয়েছে তালিকার ৮৪ নম্বরে।

  • 5/9

মোট ১৪৯টি সুখী দেশের তালিকায় সবার উপরে রয়েছে ফিনল্যান্ডের নাম। এই নিয়ে পর পর চারবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ফিনল্যান্ড।

  • 6/9

ফিনল্যান্ড ছাড়া সুখী দেশের তালিকায় থাকা প্রথম দশের বাকি দেশগুলি হল, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জার্মানি, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড।

  • 7/9

কোন কোন মাপকাঠির ভিত্তিতে কোনও দেশের মানুষ কতটা ভালে আছেন বা সুখী, তা বিশ্লেষণ করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের এই সমীক্ষায়? মূলত ২টি বিষয়কে সামনে রেখে সমীক্ষাটি চালানো হয়। এক, করোনা পরিস্থিতি নাগরিকদের আর্থসামাজিক অবস্থায় কতটা পরিবর্তন এসেছে? দুই, বিশ্বব্যাপী মহামারীর সময় সংশ্লিষ্ট দেশের সরকার কেমন কাজ করেছে?

  • 8/9

প্রশ্ন করা হয়েছিল সংশ্লিষ্ট দেশের মানুষের প্রত্যাশা, আর্থিক বৃদ্ধির হার, সামাজিক অবস্থা, ব্যক্তি স্বাধীনতা, দুর্নীতি-সহ অন্যান্য একাধিক বিষয় নিয়ে। প্রতিটি প্রশ্নের জবাবে এক থেকে দশের মধ্যে নম্বর দিতে বলা হয় নাগরিকদের। ওই নম্বরের ভিত্তিতেই এই সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) Sustainable Development Solutions Network।

  • 9/9

World Happiness Report 2021-এর তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষ সবচেয়ে বেশি দুঃখী। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তানের নাম। পাশাপাশি, বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও প্রেসিডেন্ট জো বাইডেনের আমেরিকা রয়েছে তালিকার ১৯তম স্থানে।

Advertisement
Advertisement