Advertisement

ভাইরাল

তিনি HOT, সেই কারণেই নাকি...., আজব দাবি যুবতীর

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Aug 2021,
  • Updated 8:34 PM IST
  • 1/7

বিশ্বজুড়ে বেকারত্বের নানা কারণ সামনে আসে। তবে এক মডেল চাকরি না পাওয়ার কারণ হিসেবে অদ্ভুত এক যুক্তি দিয়েছেন। যা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। 

  • 2/7

ওই মডেলের নাম Amy Kupps। ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। আর সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর চাকরি না পাওয়ার প্রধান কারণ হল সৌন্দর্য ও হটনেস। আমেরিকার ওই মডেলের এখন বয়স ৩২। 

  • 3/7

তাঁর পরিবারের সদস্যরা গত ১২ বছর ধরে জানত, Amy টিউশন পড়ান। তবে পরে জানা যায়, তিনি OnlyFans নামে একটা অ্যাকাউন্ট চালান। আর সেই কারণে, বাবা-মা বেজায় ক্ষেপে যায় মেয়ের উপর। তারা সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেন।

  • 4/7

Amy Kupps-এর দাবি তিনি এতদিন চাকরি পাননি, তার প্রধান কারণ, তিনি খুব সুন্দরী। তাঁর কথায়, 'আমি ইন্টারভিউ দিয়েছি। কিন্তু, আমার সৌন্দর্যে কাত হয়ে গিয়েছেন ইন্টারভিউ যারা নিতেন তাঁরা। ফলে চাকরি আমার জোটেনি। '

  • 5/7

ওই মডেল আরও জানিয়েছেন, তিনি একটি স্টোরের ম্যানেজারের কাজ করার জন্য গিয়েছিলেন ইন্টারভিউ দিতে। কিন্তু, সেখানকার ম্যানেজার তাঁর শরীরের দিকে তাকাতে শুরু করেন। সেই ম্যানেজার তাঁকে দেখে নাকি ঘামতেও শুরু করেছিলেন। পরে জানিয়ে দেন, চাকরি হবে না। 

  • 6/7

তবে শুধু ওই স্টোরেই নয়। ওই মডেলের দাবি তিনি আরও একাধিক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তবে সব জায়গা থেকেই তাঁকে কার্যত একই অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছে। 

  • 7/7

তবে এখনও Amy OnlyFans থেকেই উপার্জন করেন। তবে চাকরি না পাওয়ায় তিনি সামান্য হতাশ। জানিয়েছেন, তিনি চান OnlyFans-এ আরও মানুষ তাঁর সঙ্গে যুক্ত হোক। তাহলে তাঁর উপার্জন ও জনপ্রিয়তা দুটোই বাড়বে। 

Advertisement
Advertisement