Advertisement

ভাইরাল

দোলনায় বসা এই পুতুলই ছড়াচ্ছে আতঙ্ক! ঘুম উড়িয়েছে স্থানীয়দের

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Jun 2021,
  • Updated 4:26 PM IST
  • 1/6

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের একটি এলাকার বাসিন্দাদের মনে সম্প্রতি আতঙ্ক ছড়িয়েছে একটি পুতুলকে ঘিরে। স্থানীয় লোকেদের বিশ্বাস, এই পুতুলের পাশ দিয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে দুর্ভাগ্য চলে আসে। 

  • 2/6

এই পুতুলটিকে দেখার পরে অনেকের দুর্ঘটনা হয়েছে বলে দাবি। স্থানীয় সাংসদ জানিয়েছেন, অনেকেই এই পুতুলটি সম্পর্কে জানেন। কিন্তু কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না।

  • 3/6

তিনি জানান, পুতুলটি একটি দোলনার উপর রাখা হয়েছিল। কিন্তু কে নিয়ে এসেছে এবং কোথা থেকে এসেছে কেউ সেটা বলতে পারছে না। 

  • 4/6

ওই সাংসদের দাবি, তিনি খবর পেয়েছেন এখানকার সবাই পুতুলটি সম্পর্কে জানেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।
 

  • 5/6

ওই সাংসদের দাবি তিনি জানতে পেরেছেন, কয়েকজন জেলে ওই পুতুলের কাছে মাছ ধরার সময়ে চলে এসেছিল। তখন তাদের সাথে খারাপ হয়েছিল। কিন্তু ওই সাংসদ জানিয়েছে, এই আসলে মানুষের মধ্যে ভয় থেকেই এসেছে।

  • 6/6

তবে কয়েকজনের দাবি পুতুলটিকে এক দম্পতি তৈরি করেছিল। কিন্তু তারা কোথায় আছে সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুতুলটিকে ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে

Advertisement
Advertisement