Advertisement

উত্তরবঙ্গ

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, দিনভর আতঙ্কে কাটাল শিলিগুড়ি

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 01 Aug 2021,
  • Updated 8:16 AM IST
  • 1/5

শিলিগুড়ির অত্যন্ত ব্যস্ততম জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাসের কাছে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ! ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং সিআইডি বম্ব স্কোয়া়। দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা চলে ব্যাগের তল্লাশি। শেষ পর্যন্ত ওই ব্যাগ থেকে উদ্ধার হল প্রেসার কুকার ও কিছু জামাকাপড়। যদিও পরে ব্যাগের মালিকের হদিস পায় পুলিশ।

  • 2/5

রবিবার সকাল থেকে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের বাইরে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয়। জংশন ট্রাফিক গার্ড অফিসের বাইরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। জংশন ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা তৎক্ষণাৎ ঘটনার খবর দেন প্রধান নগর থানার পুলিশকে।

  • 3/5

এর পর পুলিশের তরফে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাগের চারিদিকে লাগিয়ে দেওয়া হয় ব্যারিকেড। ঘটনার খবর পেয়ে দমকল ও সিআইডি বম্ব স্কোয়াড টিম সেখানে এসে পৌঁছায় এবং দীর্ঘক্ষন চলে তল্লাশি। শুধু তাই নয় বন্ধ করে দেওয়া হয় তেনজিং নরগে বাসস্ট্যান্ডের গেট। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড টিম দীর্ঘক্ষন তল্লাশি চালিয়ে ব্যাগটি থেকে উদ্ধার করে কিছু কাপড় ও প্রেসার কুকার।

  • 4/5

তবে এদিন ওই ব্যাগ থেকে সামগ্রী উদ্ধারের পর প্রধান নগর থানায় নিয়ে যাওয়া হয়। ১৫ অগাস্ট সামনে থাকার কারণে নিরাপত্তার দিকে কোনও রকম গাফিলতি করতে নারাজ শিলিগুড়ি পুলিশ। যার জেরে দেরি না করে খবর দেওয়া হয়েছিল বম্ব স্কোয়াডকে। অন্যদিকে, জানা গিয়েছে ডুয়ার্সের এক মহিলা এসে দাবি করে যে ব্যাগটি তাঁর। সে সকালে ওই জায়গায় ব্যাগটি রেখে গিয়েছিল।

 

  • 5/5

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেও বিধান মার্কেটে একটি ব্যাগকে  ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয়। যদিও তাতে বিস্ফোরক কিছু মেলেনি। শুধু বিধান মার্কেট নয়, এর দীর্ঘ কয়েক মাস আগেও শিলিগুড়িতে কসমস মলের সামনে এমনই বোমাতঙ্ক ছড়ায়। এছাড়াও এর আগে শিলিগুড়ি একাধিক জায়গাতে এই ধরনের পরিত্যক্ত ব্যক্তি ঘিরে আতঙ্ক ছড়িয়ে ছিল। তবে একথা ঘুণাক্ষরে বলা যেতে পারে কিছু মানুষের দায়িত্ব জ্ঞান কোনও কাজের জন্য নাজেহাল হতে হলো পুলিশ ও শহরের মানুষকে।

Advertisement
Advertisement