Advertisement

উত্তরবঙ্গ

এত বছর পর অটোমেটিক টাইমার সিগন্যাল বসছে মালদায়, খুশি শহরবাসী

মিল্টন পাল
  • মালদা,
  • 30 Aug 2021,
  • Updated 2:53 PM IST
  • 1/8

মালদা জেলায় অটোমেটিক টাইমার সিগন্যাল চালু হতে চলেছে। যার ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ।
 

  • 2/8

ইংরেজবাজার শহরের এই মুহূর্তে দুটি অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

  • 3/8

মালদা জেলার ইংরেজবাজার শহরের বুক চিরে চলে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের পাশে রয়েছে মানুষের বসবাস। যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী।

  • 4/8

সে দিকে নজর রেখেই মালদা জেলা ট্রাফিক পুলিশ মালদা শহরের রথবাড়ি এলাকায় ও সুকান্ত মোড় এলাকায় অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে জেলা পুলিশ।

  • 5/8

পথচলতি সাধারণ মানুষের জানান, মালদা শহর অতি পুরনো শহর। কালের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আর শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি ও সুকান্ত মোড় এলাকা ৩৪ নম্বর জাতীয় সড়ক ধারে রয়েছে।

  • 6/8

জেলা ট্রাফিক ওসি বিটুল পাল বলেন,আমরা দেখেছি শহরের মধ্যে সাধারণ সিগনাল ছিল। যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। সে দিকে নজর রেখে অটোমেটিক টাইমার সিগন্যাল যে চালু করা হচ্ছে তাতে সাধারণ মানুষ উপকৃত হবে।

  • 7/8

সেই সিগন্যাল থাকার ফলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছিল না। স্বাভাবিক ভাবেই দুর্ঘটনার কবলে পড়েছিল মানুষ।

 

  • 8/8

সেই দিকে নজর রেখে 34 নম্বর জাতীয় সড়কের মালদা রথবাড়ি ও সুকান্ত মোড় এলাকায় দুটি অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গেছে। খুব দ্রুত জেলাবাসীর উদ্দেশ্যে তা চালু করা হবে।

Advertisement
Advertisement