Advertisement

উত্তরবঙ্গ

কেএলও চিফের ভিডিও বার্তা আসতেই বাড়তি সতর্ক আলিপুরদুয়ার পুলিশ, নিরাপত্তায় জোর

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 14 Aug 2021,
  • Updated 7:29 AM IST
  • 1/14

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি কার্যকলাপ রুখতে ও নাশকতা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল ভারত-ভুটান আর্ন্তজাতিক সীমান্ত।

  • 2/14

জেলার আকাশে ড্রোন উড়িয়ে জেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে। প্রতিবেশী দুই দেশের আর্ন্তজাতিক সীমান্তে প্রচুর পরিমানে কেন্দ্রীয় ও রাজ্যে পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।

  • 3/14

দুই দেশের সীমান্ত দিয়ে মাছিও যাতে গলতে না পারে সেই ব্যবস্থা করেছে জেলার পুলিশ ও প্রশাসনের কর্তারা। অসম-বাংলা সীমানার এবং ভারত-ভুটান সীমান্তে দিনরাত ২৪ ঘন্টা নাকা চেকিং জারি রেখেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। 

  • 4/14

মাস খানেক আগেই রাজ্য সরকারকে হুমকি দিয়ে কেএলও জঙ্গি সংগঠনের চিফ জীবন সিংহের ভিডিও বার্তায় সতর্ক এ রাজ্যের পুলিশ প্রশাসন।

  • 5/14

সে কারণেই স্বাধীনতা দিবসের আগে জঙ্গি নাশকতা এড়াতে ভারত-ভুটান সীমান্ত ২৪ ঘন্টার কড়া নজরদারি শুরু করলো আলিপুরদুয়ার জেলা পুলিশ ও প্রশাসন।পাশাপাশি অসম-বাংলা সীমানায় ২৪ ঘন্টা দ্বিগুণ নাকা চেকিং শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।

  • 6/14

উত্তর-পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলো বরাবরই তাদের সক্রিয় অস্তিত্বের জানান দিতে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো দিন গুলোকে টার্গেট করে নাশকতার ব্লু-প্রিন্ট তৈরি করে। 

  • 7/14

অসমের একাধিক জঙ্গি সংগঠন যেমন উলফা, এনডিএফবি, কেএলও  সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন অতীতে বিস্ফোরণ সহ নানান নাশকতামূলক   কাজ করেছে এই রাজ্যের আলিপুরদুয়ার জেলায়।

  • 8/14

কয়েক দিন আগেই কে এল ও চিফ জীবন সিংহের কয়েকটি ভিডিও বার্তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে তিনি বর্তমান রাজ্য সরকার কে এক প্রকার হুমকি দিয়েছেন।

  • 9/14

আর কেএলও চিফের সেই ভিডিও বার্তা সামনে আসতেই নড়েচড়ে বসেছে এ রাজ্যের পুলিশ ও প্রশাসন। রাত পোহালেই  স্বাধীনতা দিবস।

  • 10/14

তাই যাতে অসম থেকে কোনও ধরণের বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে অশান্ত করতে এ রাজ্যে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য জেলা পুলিশ যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আন্ত রাজ্য সীমানায়।

  • 11/14

এছাড়াও প্রতিবেশী দেশ ভুটানের দূর্গম পাহাড়িপথ ও জঙ্গলের রাস্তা দিয়েও যাতে জঙ্গিদের দল এ রাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য কেন্দ্রীয় সেনা বাহিনী এবং রাজ্যে পুলিশ ২৪ ঘন্টা কড়া নজরদারি শুরু করেছে।

 

  • 12/14

জেলা পুলিশ সূত্রে খবর , "জেলা পুলিশ  সারা বছর এই সীমানায় নজরদারি করে, আর স্বাধীনতা দিবস উপলক্ষে এই সময় নজরদারি আমরা দ্বিগুন করে দিয়েছি। ওখানে পুলিশের বিশেষ স্ট্রেক ফোর্স মোতায়েন আছে নিরাপত্তার কারণে "।

  • 13/14

নিরাপত্তার ক্ষেত্রে স্পর্শকাতর বন্দোবস্ত নিচ্ছে পুলিশ। যদিও সীমান্ত রক্ষা করা পুলিশের কাজ নয়, তবু অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম আঁচ না আসে, সে কারণে তাঁরা কড়া বন্দোবস্ত নিচ্ছে।

  • 14/14

বিশেষ করে আলিপুরদুয়ারের স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। ভুটান, অসম ও অন্য জেলা সব দিকেই নজর রাখতে হচ্ছে। তবে নিরাপত্তায় কোনও ফাঁক থাকছে না বলে তাদের দাবি। 

Advertisement
Advertisement