Advertisement

উত্তরবঙ্গ

উত্তরায়নে চালু হল বিকল্প টিকাকেন্দ্র, পাশে স্বাস্থ্য দফতর

সংগ্রাম সিংহরায়
  • 04 Jun 2021,
  • Updated 10:42 PM IST
  • 1/11

বেসরকারি উদ্যোগে করোনা টিকাকরণকেন্দ্র চালু হল শিলিগুড়িতে।

  • 2/11

মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এবং চাঁদমণি-উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বিড়লা দিব্যা জ্যোতি বিদ্যালয় প্রাঙ্গণে করোনা টিকাকরণ কেন্দ্রের সূচনা হল ।

  • 3/11

এখানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও আগাম বুকিং করলে টিকার সহায়তা মিলবে বলে জানানো হয়েছে।

  • 4/11

শুক্রবার সকালে টিকাকরণকেন্দ্রের সূচনা করেন শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

  • 5/11

এই উদ্যোগে সরকারি হাসপাতালের চাপ কিছুটা কমবে বলে আশাবাদী গৌতমবাবু। 

  • 6/11

এমনিতেই টিকার লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাচ্ছেন না। ফলে এই ধরণের উদ্যোগ মানুষকে উপকৃত করবে।

  • 7/11

এই ধরণের বিষয়ে উদ্যোগ সময়োচিত বলে মনে করছেন তিনি। স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

  • 8/11

পাশাপাশি জনকল্যাণেও এটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। যাঁর ফলে অনেকেই এখানে করোনার টিকা নিতে পারবেন।

  • 9/11

বিভিন্ন জায়গায় টিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে টিকার প্রথম ডোজ নিয়ে পরের ডোজের জন্য ঘুরছেন।

  • 10/11

কারও দ্বিতীয় ডোজের জন্য দেওয়া সময় পার হয়ে গিয়েছে। তাঁরা বুঝে উঠতে পারছেন না, এরপর ভ্যাকসিন পেলে কি করবেন।

  • 11/11

প্রথম ডোজ আবার দেবেন না কি দ্বিতীয় ডোজ দেবেন। এই ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই ধরণের টিকাকেন্দ্রগুলি সহায়ক হবে।

Advertisement
Advertisement