বেসরকারি উদ্যোগে করোনা টিকাকরণকেন্দ্র চালু হল শিলিগুড়িতে।
মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এবং চাঁদমণি-উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বিড়লা দিব্যা জ্যোতি বিদ্যালয় প্রাঙ্গণে করোনা টিকাকরণ কেন্দ্রের সূচনা হল ।
এখানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও আগাম বুকিং করলে টিকার সহায়তা মিলবে বলে জানানো হয়েছে।
শুক্রবার সকালে টিকাকরণকেন্দ্রের সূচনা করেন শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এই উদ্যোগে সরকারি হাসপাতালের চাপ কিছুটা কমবে বলে আশাবাদী গৌতমবাবু।
এমনিতেই টিকার লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাচ্ছেন না। ফলে এই ধরণের উদ্যোগ মানুষকে উপকৃত করবে।
এই ধরণের বিষয়ে উদ্যোগ সময়োচিত বলে মনে করছেন তিনি। স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
পাশাপাশি জনকল্যাণেও এটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। যাঁর ফলে অনেকেই এখানে করোনার টিকা নিতে পারবেন।
বিভিন্ন জায়গায় টিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে টিকার প্রথম ডোজ নিয়ে পরের ডোজের জন্য ঘুরছেন।
কারও দ্বিতীয় ডোজের জন্য দেওয়া সময় পার হয়ে গিয়েছে। তাঁরা বুঝে উঠতে পারছেন না, এরপর ভ্যাকসিন পেলে কি করবেন।
প্রথম ডোজ আবার দেবেন না কি দ্বিতীয় ডোজ দেবেন। এই ধরণের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই ধরণের টিকাকেন্দ্রগুলি সহায়ক হবে।