ভ্যাকসিন না পেয়ে বালুরঘাট হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ টিকা প্রার্থীদের।
শনিবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় টিকা প্রাপকরা।
এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ শুরু হতেই তা তুলে দেয় পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা করোনার টিকা বা ভ্যাকসিন নেওয়ার জন্য ভোরবেলা থেকে দাঁড়িয়ে রয়েছেন, বালুরঘাট হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে।
শেষ মুহূর্তে এসে তাদের বলা হচ্ছে তারা আর ভ্যাকসিন পাবেন না। অথচ ভ্যাকসিনের জন্য গতকালই তারা নাম নথিভুক্ত করার পাশাপাশি স্লিপ নিয়েছিলেন ৷
আগের দিন বলা হয় আজ তাদের ভ্যাকসিন দেওয় হবে। সেই মত এদিন তারা ভ্যাকসিন লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়িয়ে থাকার পর বলা হচ্ছে, তাঁরা ভ্যাকসিন পাবেন না।
অভিযোগ, ভ্যাকসিন সেন্টারে থেকে প্রথমেই কেন বলা হল না, তাঁরা ভ্যাকসিন পাবেন না। তাহলে তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হত না এবং সময় নষ্ট হত না। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার ফোনে জানান, কেন ভ্যাকসিন পাচ্ছেন না বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানাবেন।