মিষ্টি ছাড়া কি বাঙালির সম্পর্ক মিষ্টি হয়? মিষ্টি মুখ না করলে রাখি বন্ধন উৎসবে ভাই-বোনের সম্পর্ক মিষ্টি হতে পারে না। রাখি উৎসব উপলক্ষে ভাইবোনের সম্পর্ককে আরও মধুর করতে এবার রাখির আদলে তৈরি হল মিষ্টি।
সালকিয়ার একটি মিষ্টির দোকানে দেখা গেল হরেক রকমের রাখি মিষ্টি। চাহিদাও বেশ ভালো।
বোনেরা ভাইয়ের জন্য অন্য মিষ্টি কেনার পাশাপাশি কিনছেন রাখি মিষ্টিও। কারণ এই বছরের চমক এটাই।
দাম সাধ্যের মধ্যে। রাখি মিষ্টির দাম মাত্র ৫০ থেকে ১০০ টাকার মধ্যে।
সালকিয়া চৌরাস্তা মোড়ের কাছে ঐ মিষ্টির দোকানের মালিক অভিজিৎ দাস জানিয়েছেন, প্রত্যেক বছর তারা রাখি উৎসব এবং ভাই ফোটার আগে নতুন ধরনের মিষ্টি তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম নয়। এই রাখি মিষ্টি বোনেরা হাসিমুখেই কিনে নিয়ে যাচ্ছেন।
অভিজিৎ বাবু আরও জানান, এই রাখি মিষ্টি তৈরি করার বিশেষ কারণ হল সামাজিক দূরত্বের কারণে অনেকেই রাখি পরাতে না পারলেও একটা বাক্সতে রাখি তো থাকবে।