তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে পেট্রোল দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদায়। হরিশ্চন্দ্রপুরে ঘটনায় উত্তপ্ত এলাকা।
ওই তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা কিষান সেলের ব্লক কমিটির বর্তমান সদস্য মেহবুব আলমকে। ঘটনার জের চাঞ্চল্য ছড়াল সম্পূর্ণ এলাকা জুড়ে।
কে বা কারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তদন্তের জন্য থানায় দ্বারস্থ হলেন মেহবুব আলম। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুররের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে ঘটনা
উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুররের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে ঘটনা। এদিন রাত বারোটা নাগাদ মেহবুব আলমকে পুড়িয়ে মারার চেষ্টা করল দুষ্কৃতীরা।
একদল দুষ্কৃতী ঘরের ভিতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে চিৎকার শুরু করে দেয়। আগুনের জেরে মেহবুব আলমের হাত পা পুড়ে যায়, অল্পের জন্য রক্ষা পায় তার স্ত্রী সহ সন্তান।
চিৎকার শুনে এবং আগুন দেখে পাড়া প্রতিবেশীর লোকেরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে। মেহবুব আলম জানায় রাত্রি বারোটা নাগাদ আমার শোওয়ার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী। চিৎকার শুনে চম্পট দেয়।
সপরিবারে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল অভিযোগ তুলে এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।