Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 18 Sep 2021,
  • Updated 3:43 PM IST
  • 1/8

আজ থেকে আবহাওয়ার পরিবর্তন । বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 
 

  • 2/8

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আরো এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর এরপর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 
 

  • 3/8

কলকাতায় মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি বাড়বে কলকাতায়। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রবি ও সোমবারে।
 

  • 4/8

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪০.৯ মিলিমিটার।
 

  • 5/8

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
 

  • 6/8

রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। 
 

  • 7/8

দক্ষিণবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি মূলত পার্বত্য এলাকায় হবে। আজ শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং এর কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু'এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 
 

  • 8/8

আজ মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। কয়েকদিন গুজরাত এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পুদুচেরির মত দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি ও প্রবল বর্ষণের সম্ভাবনা। প্রবল বর্ষণ হবে উত্তরাখণ্ডের কিছু এলাকায়।

Advertisement
Advertisement